নয়া দিল্লি: দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামলাতে সামলাতেই তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এরই মাঝে টিকাকরণের হিসাবে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সরকারি নথি অনুযায়ী, টানা সাতদিন ধরে দেশে টিকাকরণ সবচেয়ে কম হয়েছে। গত মঙ্গলবারই দেশজুড়ে মোট ১১.৬৬ লক্ষ মানুষ করোনা টিকা পেয়েছেন, যা বিগত দুই মাসে সর্বনিম্ন টিকাকরণের সংখ্যা।
চলতি সপ্তাহের মঙ্গলবারের আগে শেষবার এত কম সংখ্যক মানুষ টিকা পেয়েছিলেন ১৪ মার্চ, মাত্র ১৩.৪২ লক্ষ মানুষের টিকাকরণ হয়েছিল। একদিকে যেখানে নিত্যদিনই সংক্রমণে মৃতের সংখ্যায় রেকর্ড গড়ছে দেশ, সেখানে এইভাবে টিকাকরণের হার কমাকে উদ্বেগজনক বলেই অ্যাখা দিয়েছেন গবেষকরা।
বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারক দেশ হয়েও এখনও অবধি দেশের মোট জনসংখ্যার কেবল ৩ শতাংশকেই টিকা দেওয়া সম্ভব হচ্ছে। ভারতের দীর্ঘদিন পর টিকাকরণ শুরু করেও বাকি দেশগুলি কীভাবে বেশি সংখ্যাক মানুষের টিকাকরণে সফল হল, তার দায়ও কেন্দ্র সরকারের উপরই চাপানো হয়েছে। এছাড়াও, ভারত বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের মধ্যে পড়ে, যেখানে টিকাকরণ সম্পূর্ণ বিনামূল্যে নয়। গত মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৮ উর্ধ্বদের টিকাকরণের ঘোষণার পাশাপাশি রাজ্য সরকারগুলিকে সরাসরি সংস্থার থেকেই টিকা কিনে নেওয়ার অনুমতিও দেন।
কেন্দ্রীয় সরকারের তরফে শীঘ্রই টিকা ঘাটতি মেটানোর কথা বলা হলেও এক বিশ্ব বিখ্যাত সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, অগস্ট থেকে ডিসেম্বর মাসে ভারতে টিকা উৎপাদনে খরাই থাকবে। ফলে সাধারণ মানুষের টিকা পেতে আরও দেরী হতে পারে।
আরও পড়ুন: কেন্দ্রের ইউ-টার্ন: আরটিপিসিআর ছেড়ে এ বার র্যাপিড অ্যান্টিজেন টেস্টেই জোর