নয়া দিল্লি: এবার আইসিএমআরের নজরে বুস্টার ডোজ়। কেন? দেখা যাচ্ছে, ভ্যাকসিনের জোড়া ডোজ়েও কারও কারও ক্ষেত্রে অধরা থেকে যাচ্ছে সম্পূর্ণ সুরক্ষা। মূলত বয়স্ক এবং গুরুতর অসুস্থদের ক্ষেত্রে তৃতীয় ডোজ়ের প্রয়োজন দেখছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই আমেরিকায় বুস্টার ডোজ়ের অনুমোদন দেওয়া হয়েছে। ভারতেও বুস্টার ডোজ় নিয়ে ভবিষ্যতে সুপারিশ করা হতে পারে, ইঙ্গিত দিলেন আইসিএমআরের বিজ্ঞানী প্রিয়া আব্রাহাম।
করোনা ভ্যাকসিনের জোড়া ডোজ় দিতেই হিমশিম খাচ্ছে গোটা বিশ্ব। গরিব দেশগুলিতে এখনও একটি ডোজ়ও পাননি সিংহভাগ মানুষ। এর মধ্যে কি তৃতীয় ডোজ়ের পরিকল্পনা করা যায়? এ প্রশ্নে এখনই সদর্থক কিছু বলেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। তবে ইতিমধ্যেই বুস্টার ডোজ়ের পথে হাঁটতে চাইছে বিশ্বের অন্যান্য দেশ। আমেরিকা তো এ নিয়ে ঘোষণাও করেছে। দ্বিতীয় ডোজ়ের পর আট মাস পেরোলেই মিলবে তৃতীয় ডোজ়। ২০ সেপ্টেম্বর থেকে খুলছে বুস্টারের দরজা। এরই মধ্যে আইসিএমআরের বিজ্ঞানী প্রিয়া আব্রাহাম ইঙ্গিত দিলেন, ভবিষ্যতে ভারতেও তৃতীয় ডোজ়ের সুপারিশ করা হবে।
বুস্টার ভ্যাকসিন কি জরুরি? জরুরি হলেও কাদের জন্য? ধোঁয়াশা পরিষ্কার করার চেষ্টা করেছেন সিএমসি ভেলোরের চিকিত্সক, ভ্যাকসিন বিশেষজ্ঞ গগনদীপ কাং। তিনি জানান, অ্যান্টিবডির পরিমাণ যদি কমে যায়, তখন বুস্টার ডোজ়ের প্রয়োজন হতে পারে। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তৃতীয় ডোজ় ছাড়া পুরোপুরি সুরক্ষা অধরা থাকতে পারে তাদের। যেমন, যাদের অঙ্গ প্রতিস্থাপন হয়েছে, টিউমারের চিকিত্সা চলছে, যাদের এইচআইভি চিকিত্সা চলছে। অথবা হাই-ডোজ়ের কর্টিকোস্টেরয়েড নিতে হয়। অর্থাৎ বোঝাই যাচ্ছে তালিকাটা বেশ লম্বা। গগনদীপের কথায়, ভারতে এই মুহূর্তেই বুস্টারের প্রয়োজন না-হলেও, পরে দরকার হতেই পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজি না হলেও, বেশ কিছু দেশ নিজেদের উদ্যোগেই তৃতীয় ডোজ় দেওয়া শুরু করেছে। যেমন, ইজরায়েল। ডেল্টার দাপটে দেখা যাচ্ছে, জোড়া ডোজ়েও পুরোপুরি সুরক্ষা মিলছে না। বহু ক্ষেত্রেই দ্রুত অ্যান্টিবডির সুরক্ষা হারিয়ে যেতে বসেছে। বিশেষ করে প্রবীণদের ক্ষেত্রে।
* ৫ লক্ষ বয়স্ক নাগরিককে বুস্টার ডোজ় ইজরায়েলে
* তৃতীয় ডোজ় নেওয়ার পরও ইজরায়েলে আক্রান্ত ১৪
* সেপ্টেম্বর থেকে বুস্টার ডোজ় প্রয়োগ শুরু জার্মানিতে
* দ্বিতীয় ডোজ়ের ৬ মাস পর বুস্টার ডোজ় রাশিয়ায়
* বুস্টার দেওয়ার পথে সংযুক্ত আরব আমিরশাহি
* ডেল্টা রুখতে বুস্টারে ভরসা চিনেরও
* চিনের সিনোভ্যাক জানিয়েছে, বুস্টারে অ্যান্টিবডি-প্রাপ্তি বেশি
* দ্বিতীয় ডোজ়ের ৮ মাস পর সিনোভ্যাকের তৃতীয় ডোজ়
বিশেষজ্ঞদের একাংশ অবশ্য বলছেন, দেশে দেশে টিকার যা সঙ্কট, তাতে তৃতীয় ডোজ়ের পথে হাঁটা একেবারেই ঠিক সিদ্ধান্ত নয়। এ যেন বিপদে পড়া জাহাজের কোনও কোনও যাত্রীকে দু’টো করে লাইফ জ্যাকেট দিয়ে দেওয়া, যখন কেউ কেউ একটি লাইফ জ্যাকেটও পায়নি। আগে সকলে টিকা পাক। তার পর টিকার তৃতীয় ডোজ় নিয়ে ভাবনা চিন্তা করার পক্ষে WHO। আরও পড়ুন: ১৮ মাসেই তুখড় ‘পারফরম্যান্স’ চারপেয়ে তদন্তকারীর! ৪৫ দিনে তিনটি অপরাধের পর্দাফাঁস