নয়া দিল্লি: ফের গোটা দেশে চোখ রাঙাতে শুরু করেছে কোভিড (Covid)। দিল্লিতেও ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে করোনাভাইরাস। এবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটল রাজধানীতে (Delhi)। রবিবার দিল্লি স্বাস্থ্য দফতরের রিপোর্টে এমনই তথ্য উঠে এসেছে। দিল্লি স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে করোনা আক্রান্ত হয়েছেন ৬৯৯ জন। পজিটিভিটি হার ২১.১৫ শতাংশ। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দিল্লিতে মৃত্যু হয়েছে ৪ জনের। যদিও ৪ জনের মধ্যে একজনেরই করোনায় মৃত্যু হয়েছে এবং বাকি ৩ জন করোনা আক্রান্ত হওয়ার পাশাপাশি অন্য রোগেও আক্রান্ত ছিলেন ও কো-মর্বিডিটি ছিল বলে স্বাস্থ্য দফতরের বুলেটিনে প্রকাশিত।
দিল্লিতে আক্রান্তের সংখ্যা বাড়ার করোনা-মুক্ত হওয়ার সংখ্যাও নেহাত কম নয়। গত ২৪ ঘণ্টায় কেবল দিল্লিতে করোনা-মুক্ত হয়েছেন ৪৬৭ জন। সংক্রমণ ঠেকাতে দিল্লি সরকার পুনরায় করোনা পরীক্ষার উপর জোর দিয়েছে। গত একদিনে ৩,৩০৫ জনের করোনা পরীক্ষা হয়েছে বলে স্বাস্থ্য দফতরের বুলেটিনে উল্লেখিত।
তবে দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যার হার খুবই কম বলে আগেই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. মনসুখ মাণ্ডব্য। এদিনের দিল্লি স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, রাজধানীতে বর্তমানে ১,৬৩৪ জন করোনা রোগী হোম আইসোলেশনে রয়েছেন। আর হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ১২৬। যা তুলনামূলকভাবে অনেকটাই কম।
যদিও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সমস্ত কোভিড হাসপাতালগুলিতে চিকিৎসার বন্দোবস্ত রাখার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. মনসুখ মাণ্ডব্য। ইতিমধ্যে এই বিষয়ে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকও করেছেন তিনি। আগামী কাল অর্থাৎ ১০ এপ্রিল থেকেই স্বাস্থ্য মন্ত্রকের তরফে সমস্ত রাজ্যের কোভিড হাসপাতালগুলিতে মহড়াও শুরু হবে।