আহমেদাবাদ: কোভিশিল্ডের দুটি ডোজ়ের মেয়াদের মধ্যে ব্যবধান বাড়তেই ৪৫ উর্ধ্ব ব্যক্তিদের টিকাকরণ আপাতত তিনদিনের জন্য বন্ধ রাখল গুজরাট সরকার। ১৪ মে থেকে আগামী ১৬ মে অবধি রাজ্যের ৪৫৬ উর্ধ্ব ব্যক্তি, যাদের টিকা নেওয়ার কথা ছিল, তাঁদের টিকাকরণ আপাতত পিছিয়ে দেওয়া হল।
সেরাম সংস্থার তরফে আগেই জানানো হয়েছিল, ভ্যাকসিনের দুটি ডোজ়ের মধ্যে ব্যবধান যত বেশি হবে, ততই কার্যকারিতা বেশি হবে। পূর্বে ছয় থেকে আট সপ্তাহের ব্যবধান থাকলেও বর্তমানে তা বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ করে দেওয়া হল। বৃহস্পতিবারই কেন্দ্র এই আবেদনে শিলমোহর দিয়েছে।
এ দিকে, কেন্দ্রের নিয়ম পরিবর্তন হতেই গুজরাট সরকারের তরফে বৃহস্পতিবার একটি নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়, ৪৫ উর্ধ্ব যে সমস্ত ব্যক্তিদের টিকাকরণ চলছিল, তা আপাতত তিনদিনের জন্য় বন্ধ রাখা হচ্ছে। মে মাসের ১৪, ১৫ ও ১৬ তারিখ এই বয়সসীমার মানুষদের টিকাকরণ বন্ধ থাকবে। ১৭ মে থেকে আবার পুরনো নিয়মে টিকাকরণ শুরু হবে।
৪৫ উর্ধ্বদের টিকাকরণ বন্ধ থাকলেও ১৮ থেকে ৪৫ বছর বয়সী, যাঁরা ইতিমধ্যেই নিজেদের নাম নথিভুক্ত করেছেন এবং টিকা নেওয়ার মেসেজও পেয়েছেন, তাঁরা নির্দিষ্ট দিনে এসেই টিকা নিতে পারবেন।