Sukanya Mondal: ED হেফাজতে বিধ্বস্ত সুকন্যা, মন ভাল রাখতে সহায় মা সারদা ও স্বামীজি

Cow Smuggling Case: জানা যাচ্ছে, মানসিকভাবে বিধ্বস্ত সুকন্যা। আইনজীবীর কাছেও বাবার কথা বার বার জিজ্ঞেস করেন। আইনজীবী অমিত কুমারের সঙ্গে কথা বলতে গিয়েও বার বার ভেঙে পড়ছিলেন সুকন্যা।

Sukanya Mondal: ED হেফাজতে বিধ্বস্ত সুকন্যা, মন ভাল রাখতে সহায় মা সারদা ও স্বামীজি
সুকন্যা মণ্ডল
Follow Us:
| Edited By: | Updated on: Apr 29, 2023 | 7:08 PM

নয়া দিল্লি: শুক্রবার রাতে ইডির জেরায় কেঁদে ভাসিয়েছেন কেষ্ট-কন্যা সুকন্যা মণ্ডল (Sukanya Mondal)। সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) কথা বার বার জানতে চেয়েছেন তিনি। ইডি হেফাজতে তাঁর একা একা ভাল লাগছে না এমন কথাও সুকন্যা বলেছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। আর শনিবার বিকেলে সুকন্যার সঙ্গে দেখা করতে প্রবর্তন ভবনে ইডির (Enforcement Directorate) অফিসে যান তাঁর আইনজীবী অমিত কুমার। আদালতের নির্দেশ অনুযায়ী আধ ঘণ্টার জন্য দেখা করেন তাঁরা। জানা যাচ্ছে, মানসিকভাবে বিধ্বস্ত সুকন্যা। আইনজীবীর কাছেও বাবার কথা বার বার জিজ্ঞেস করেন। আইনজীবী অমিত কুমারের সঙ্গে কথা বলতে গিয়েও বার বার ভেঙে পড়ছিলেন সুকন্যা।

ইডি হেফাজতে মন ভাল রাখার জন্য আইনজীবীর থেকে দুটি বই চেয়েছিলেন অনুব্রত-কন্যা। মা সারদা বিষয়ক ‘শ্রী শ্রী মায়ের কথা’ এবং স্বামী বিবেকানন্দের পত্রাবলী বইদুটি পড়ে মন ভাল রাখতে চান তিনি। সেই মতো তাঁর আইনজীবী বই দুটি সুকন্যার কাছে পৌঁছে দিয়েছেন। সুকন্যার আইনজীবী আরও জানিয়েছেন, তিনি ইডি হেফাজতে ঠিকঠাক খাওয়া দাওয়া করছেন।

আইনজীবী জানাচ্ছেন, সুকন্যার মন খারাপ কারণ, তিনি কিছুই করেননি, কিন্তু তাঁকে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। যদিও তাঁর শরীর-স্বাস্থ্য ঠিক ঠাক আছে বলেও জানিয়েছেন তিনি। প্রয়োজনীয় সব জিনিসই ইডি অফিস থেকে সুকন্যাকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনজীবী অমিত কুমার। প্রসঙ্গত, এর আগের স্বল্প সময়ের এক শুনানিতে সুকন্যা মণ্ডলকে তিনদিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল দিল্লির রাউজ় এভিনিউ কোর্ট। সেই হেফাজতের মেয়াদ শেষে ফের সুকন্যাকে পেশ করা হবে আদালতে। তার আগে ইডির প্রশ্নবাণে বিধ্বস্ত সুকন্যা মন ভাল রাখার চেষ্টা করছেন মা সারদা ও স্বামী বিবেকানন্দের বই পড়ে।