Brij Bhushan Sharan Singh: ‘পদত্যাগ করব না’, কুস্তিগিরদের বিক্ষোভ-প্রতিবাদে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন ব্রিজভূষণ
Brij Bhushan Sharan Singh: রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার (WFI) প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ সরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন কুস্তিগীররা। সুপ্রিম নির্দেশে তাঁর বিরুদ্ধে দুটি এফআইআর করা হয়েছে।
নয়া দিল্লি: যৌন হেনস্থার বিরুদ্ধে সরব হয়েছেন দেশের কুস্তিগিররা। ফের যন্তর মন্তরে অনশন বিক্ষোভে বসেছিলেন পদকজয়ী সব কুস্তিগিররা। রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রধান ব্রিজভূষণ সরণ সিং(Brij Bhushan Saran Singh)-এর বিরুদ্ধেই তাঁদের অভিযোগ। সুপ্রিম কোর্ট অবধি গড়িয়েছে জল। ব্রিজভূষণের বিরুদ্ধে পদক্ষেপ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা। গতকালই শীর্ষ আদালতের নির্দেশে দিল্লি পুলিশ(Delhi Police) ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করে। জানা গিয়েছে, ব্রিজভূষণের বিরুদ্ধে একটি নয়, মোট দুটি এফআইআর দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি এফআইআরে পকসো আইনে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছে। যা জামিন অযোগ্য ধারা। সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন রেসলিং ফেডারেশনের প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ সরণ সিং। তবে তিনি স্পষ্ট করেছেন, ফেডারেশনের পদ থেকে তিনি সরে দাঁড়াবেন না।
এফআইআর দায়ের হওয়ার পর ব্রিজভূষণ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমি নির্দোষ। তবে তদন্তে সহযোগিতা করব…তাঁদের (প্রতিবাদীদের) দাবি মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে। পদত্য়াগ করা মানে, সমস্ত অভিযোগ স্বীকার করে নেওয়া। পদত্যাগ করা কোনও বড় বিষয় নয়। তবে অপরাধী হয়ে পদত্যাগ নয়। আমি অপরাধী নই।” এদিকে তিনি দাবি করেছেন, যন্তর মন্তরে দেশের কুস্তিগিরদের প্রতিবাদে কোনও রাজনৈতিক উদ্দেশ্য জড়িত রয়েছে। তিনি বলেছেন, “এই ইস্য়ুতে রাজনৈতিক রং লাগানো হচ্ছে। তাঁদের দাবি ক্রমাগত বদলে যাচ্ছে। রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। আমি কোনও মামলায় কোনও আদালতেই দোষী সাব্যস্ত হইনি।”
প্রসঙ্গত, গত রবিবার থেকে যন্তর মন্তরে অনশন-বিক্ষোভ শুরু করেছেন দেশের পদকজয়ী বিভিন্ন কুস্তিগিররা। বিনেশ ফোগট, সাক্ষী মালিক, বজরং পুনিয়া সহ রয়েছেন একাধিক কুস্তিগীর। তাঁদের অভিযোগ স্পষ্ট। ফেডারেশনের প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন তাঁরা। এই অভিযোগে তাঁর গ্রেফতারি ও সমস্ত পদ থেকে ইস্তফার দাবি তুলেছেন কুস্তিগিররা। এই দাবিতে অনড় তাঁরা। খোলা আকাশের নিচে কাটাচ্ছেন রাত। এদিকে তাঁদের আক্রমণ করে ব্রিজভূষণ বলেছেন, “অন্যান্য রাজ্য থেকে কুস্তিগিররাও আছেন। তাঁরা আমার বিরুদ্ধে কোনও অভিযোগ তোলেনি। তাহলে তাঁরা কেন আমার বিরুদ্ধে অভিযোগ তুলছেন?”
সাত মহিলা কুস্তিগিরের অভিযোগের ভিত্তিতে গতকাল ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। একটি এফআইআর নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পকসো আইনে মামলা দায়ের হয়েছে। আরেকটি যৌন হেনস্থার অভিযোগে দায়ের হয়েছে মামলা। এদিকে সুপ্রিম নির্দেশের পর তিনি বলেছেন, “তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত আমি। তদন্তকারী সংস্থাকেও সাহায্য় করতে রাজি। আমার বিচারব্যবস্থার উপর পূর্ণ ভরসা রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশকে সম্মান করি।”