৪৭ লক্ষ টাকা নিয়ে অটোচালকের সঙ্গে পালালেন কোটিপতির স্ত্রী!

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 26, 2021 | 7:56 PM

Auto Driver, তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত অটো চালকের নাম ইমরান। তাঁর বয়স ৩২। ইমরানের বন্ধুর বাড়ি থেকে নগদ ৩৩ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। কিন্তু অভিযুক্ত মহিলা ও অটো চালক এখনও পলাতক।

৪৭ লক্ষ টাকা নিয়ে অটোচালকের সঙ্গে পালালেন কোটিপতির স্ত্রী!
ছবি প্রতীকী

Follow Us

ভোপাল: মধ্যপ্রদেশের (Madhyapradesh) ইন্দোরে (Indore) ঘটেছে এক আজব ঘটনা। ঘটনারা বিবরণ শুনে কেউ চিন্তিত কেউ আবার হাসিতে লুটোপুটি খাচ্ছেন। এক ধনী ব্যবসায়ীর স্ত্রী তাঁর থেকে বয়সে ১৩ বছরের ছোট এক অটো ড্রাইভারের সঙ্গে পালিয়ে গিয়েছেন। অভিযোগ, পালানোর সময় ওই মহিলা তাঁর স্বামীর বাড়ি থেকে ৪৭ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছেন।

সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, ইন্দোরের খাজরানা এলাকায় ঘটনাটি ঘটেছে। মহিলার স্বামী থানাতে নিরুদ্দেশ হওয়া ও ৪৭ লক্ষ টাকা চুরির অভিযোগ জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধনী ব্যবসায়ীর স্ত্রী ও অটোচালকের খোঁজ চালাচ্ছে পুলিশ।

সূত্র মারফত জানা গিয়েছে, প্রতিনিয়তই ওই অটো চালক মহিলাকে বাড়িতে ছেড়ে দিয়ে যেতেন। অক্টোবর মাসের ১৩ তারিখ থেকেই অভিযুক্ত মহিলা নিখোঁজ। মাঝরাত অবধি স্ত্রী বাড়িতে না ফেরায় থানায় নিখোঁজ ডাইরি করেন স্বামী। জানা গিয়েছে মহিলার স্বামীর কোটি কোটি টাকার জায়গা জমি রয়েছে। নিজের বাড়ির আলমারিতেই ৪৭ লক্ষ টাকা রেখেছিলেন তিনি, টাকার সঙ্গে সঙ্গে স্ত্রীও নিখোঁজ হওয়ায় বিস্তর দুশ্চিন্তায় পড়েছিলেন স্বামী।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিযুক্ত অটো চালকের নাম ইমরান। তাঁর বয়স ৩২। ইমরানের বন্ধুর বাড়ি থেকে নগদ ৩৩ লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। কিন্তু অভিযুক্ত মহিলা ও অটো চালক এখনও পলাতক। খাণ্ডয়া, জাভরা, উজ্জয়ন, রতলম এলাকায় মহিলা ও অটোচালকের খোঁজে ক্রমাগত তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। এখনও অবধি এই চারটি শহরে তাদের হদিশ মিলেছে। পুলিশের আসা দ্রুত তাদের ধরে ফেলা সম্ভব হবে। মোবাইল ফোনের টাওয়াক লোকেশন ক্রমাগত ট্র্যাক করছে পুলিশ।

আরও পড়ুন Viral Video: স্বামীর থেকে জিনিস লুকোতে নতুন কৌশল! অ্যামাজন ডেলিভারি গার্লের কাজে অবাক নেট দুনিয়া!

আরও পড়ুন Aryan Khan Drug Case: আজও জামিন পেলেন না আরিয়ান, বুধবার ফের শুনানি মুম্বই হাইকোর্টে

Next Article