বেঙ্গালুরু: সাইবার প্রতারণার (Cyber fraud) ঘটনা বর্তমানে আকছার ঘটছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক (Bank account hack) করা থেকে আধারের বায়োমেট্রিক চুরি করেও সাইবার প্রতারণার ঘটনা ঘটছে। বলা যায়, গোটা বিশ্বে নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে সাইবার প্রতারণার ঘটনা। তবে পরিসংখ্যানের নিরিখে ভয় ধরাচ্ছে ভারতে সাইবার প্রতারণার ঘটনা। গোটা বিশ্বে যে পরিমাণ সাইবার প্রতারণার ঘটনা ঘটেছে তার প্রায় দ্বিগুণ ঘটনা ঘটেছে ভারতে (India)। সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। যা স্বাভাবিকভাবেই ভারতের সাইবার গোয়েন্দা থেকে প্রশাসনিক আধিকারিকদের কপালে ভাঁজ ফেলেছে।
রবিবার বেঙ্গালুরুতে আয়োজিত এক সম্মেলনে দেশের সাইবার প্রতারণার হারের পরিসংখ্যান তুলে ধরেছেন ন্যাশনাল সাইবার সিকিউরিটি কো-অর্ডিনেটর এমইউ নায়ার। তিনি জানান, গত ১০ মাসে দেশে সাইবার হামলায় ১৫০ কোটির বেশি মার্কিন ডলার প্রতারণার ঘটনা ঘটেছে, যা ২০২২ সালের ঘটনার দ্বিগুণ। এছাড়া অভিযোগ হয়নি এমন অনেক ঘটনাও রয়েছে বলে তিনি জানিয়েছেন।
নায়ার আরও জানান, ভারতীয় সাইবার স্পেস গত ছয় মাসে গড়ে ২,১২৭ বার সাইবার হামলার সাক্ষী হয়েছে, যা বিশ্বব্যাপী গড়ে ১,১০৮-এর চেয়ে অনেক বেশি। যদিও সাইবার হামলার মোকাবিলা করতে রাষ্ট্রসঙ্ঘ-সহ বিভিন্ন আঞ্চলিক ফোরাম বিশেষ উদ্যোগ নিয়েছে বলেও জানান নায়ার। তবে সাইবার প্রতারণার ঘটনায় লাগাম টানতে সচেতনতা বিশেষ জরুরি বলে মনে করেন তিনি।