চেন্নাই: আবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। দানার পর এবার ফেইঞ্জাল। বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নতুন ঘূর্ণিঝড়। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ, বুধবারই তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় বিশেষ পড়বে না। ঘূর্ণিঝড় আছড়ে পড়বে তামিলনাড়ুর উপরে।
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, চেন্নাই থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে অবস্থান করছে ঘূ্র্ণিঝড় ফেইঞ্জাল। তামিলনাড়ুর উপকূল হয়ে তা উত্তর-পশ্চিমে শ্রীলঙ্কার উপকূলের দিকে এগিয়ে যাবে আগামী দুইদিন ধরে। এর প্রভাবে রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে।
মঙ্গলবার থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তামিলনাড়ুতে। আজও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চেন্নাই, চেঙ্গালপেট, কাঞ্চিপূরম ও তিরভাল্লুরে।
ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। এনডিআরএফ ও এসডিআরএফের সঙ্গে বৈঠক করেছেন তিনি। ত্রাণশিবির ও মেডিক্যাল টিমের ব্যবস্থা খতিয়ে দেখেছেন তিনি। মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। যারা এই মুহূর্তে সমুদ্রে রয়েছেন, তাদেরও অবিলম্বে নিকটবর্তী বন্দরে ফিরে আসতে বলা হয়েছে। রাজ্যের তরফে খোলা হয়েছে হেল্পসেন্টারও, যা ২৪ ঘণ্টাই খোলা থাকবে।