চেন্নাই: আর কিছুক্ষণ, তারপরই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ফেইঞ্জাল। মৌসম ভবন জানিয়েছে, আজ শনিবার সন্ধেতেই তামিলনাড়ুর উত্তর উপকৃূলে আছড়ে পড়তে চলেছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নতুন ঘূর্ণিঝড়। পুদুচেরীতেও প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ের। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের দাপটে তামিলনাড়ু-পুদুচেরী জুড়ে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছে। সকাল থেকে বাংলার আকাশও মেঘলা। মাঝেমধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। শীতের কনকনানি যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে রাতারাতি।
মৌসম ভবনের তথ্য অনুযায়ী, তামিলনাড়ুর কড়াইকানাল ও মহাবলীপুরমের মাঝে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ফেইঞ্জাল। যখন ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে, তখন ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়ের কারণে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। বিগত দুইদিন ধরেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে তামিলনাড়ু জুড়ে। আজ সকাল থেকেই শুরু হয়েছে ভারী বৃষ্টিপাত। চেন্নাই. তিরুভালুর, কাঞ্চিপুরম, কাড্ডালোরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। জারি হয়েছে লাল সতর্কতা। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে রানিপেট, ভেলোর, পেরাম্বুর, থাঞ্জাভুর, তিরুভারুর, নাগাপাত্তিনামেও।
ঘূর্ণিঝড়ের কারণে বিপর্যস্ত পরিবহন ব্যবস্থা। সন্ধে ৭টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে উড়ান পরিষেবা। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। সীমিত সংখ্যক লোকাল ট্রেন চলছে। বিপদ এড়াতে সরকারি বাস পরিষেবাও বন্ধ রাখা হয়েছে।
প্রশাসনের তরফে ইতিমধ্য়েই ঘূর্ণিঝড় মোকাবিলায় যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। এনডিআরএফ, এসডিআরএফের টিম প্রস্তুত রাখা হয়েছে। মৎসজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। তৈরি রাখা হয়েছে ত্রাণশিবিরও। তামিলনাড়ু জুড়ে ২২০০ ত্রাণশিবির তৈরি করা হয়েছে। ৫০০-রও বেশি বাসিন্দাদের ইতিমধ্যেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। চালু করা হয়েছে দুটি ইমার্জেন্সি নম্বর ১১২ ও ১০৭৭।