Video: সারি বেধে শুয়ে মানুষ, গায়ের উপর দিয়ে ছুটল গরু, কেন জানেন?

Madhya Pradesh: উজ্জয়ন জেলায় পালন করা হয় এই রীতি। ভক্তদের বিশ্বাস, পিঠের উপর দিয়ে গরু পাড়িয়ে দিয়ে গেলে মনস্কামনা পূরণ হয়। তাই ঈশ্বরের কাছে করা প্রার্থনাকে সত্য়ি করতেই এই রীতি পালন করা হয়। দীপাবলির পরের দিন সকালে এক জায়গায় জড়ো করা হয় গরু-বাছুর। সামনে সার দিয়ে শুয়ে পড়েন পুণ্যার্থীরা।

Video: সারি বেধে শুয়ে মানুষ, গায়ের উপর দিয়ে ছুটল গরু, কেন জানেন?
এভাবেই ভক্তদের পিঠের উপর দিয়ে দৌড়ে যায় গরু।Image Credit source: ANI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 14, 2023 | 8:03 AM

ভোপাল: বিভিন্ন ধর্ম, সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে ভারতে। সেই কারণেই ‘জগৎ মাঝে শ্রেষ্ঠ আসনে’ রয়েছে ভারত। বছরের ১২টা মাস জুড়ে যেমন বিভিন্ন উৎসব চলে। নানান উৎসবে আবার রাজ্যের ভিত্তিতে প্রথাও ভিন্ন। যেমন মধ্য প্রদেশের উজ্জয়ন জেলায়। সেখানে দীপাবলির পরের দিন পালন করা হয় অদ্ভুত প্রথা। মাটিতে শুয়ে পড়েন মানুষ। তাদের পিঠের উপর দিয়ে হেঁটে যায় গরু।

দীপাবলির পরের দিন মধ্য প্রদেশে, বিশেষ করে উজ্জয়ন জেলায় পালন করা হয় এই রীতি। ভক্তদের বিশ্বাস, পিঠের উপর দিয়ে গরু পাড়িয়ে দিয়ে গেলে মনস্কামনা পূরণ হয়। তাই ঈশ্বরের কাছে করা প্রার্থনাকে সত্য়ি করতেই এই রীতি পালন করা হয়। দীপাবলির পরের দিন সকালে এক জায়গায় জড়ো করা হয় গরু-বাছুর। সামনে সার দিয়ে শুয়ে পড়েন পুণ্যার্থীরা। এরপর ছেড়ে দেওয়া হয় গরুগুলিকে। তারা ওই মাটিতে শুয়ে থাকা পুণ্যার্থীদের পিঠের উপর দিয়ে হেঁটে যায়।

সংবাদসংস্থা এএনআই-র শেয়ার করা ভিডিয়োয় দেখা গিয়েছে, উজ্জয়ন জেলার ভিদাবাদ গ্রামে এই রীতি পালন করা হচ্ছে। নিজেদের মনস্কামনা পূরণের জন্যই এই রীতি পালন করেন ভক্তরা।