Liquor Consume: সত্যিই ‘রঙিন’ দীপাবলি, ২ দিনেই ৪৬৮ কোটির মদ পান করলেন এই রাজ্যবাসী!

Diwali Celebration: উৎসবের মেজাজ তো উৎসব শুরুর আগে থেকেই শুরু হয়েছে। দীপাবলির আগের দিন, ১১ নভেম্বর কেবল মাদুরাই জোনেই মদ বিক্রি হয়েছে ৫২ কোটি ৭৩ লক্ষ টাকার। চেন্নাইয়ে মদ বিক্রির অঙ্ক ৪৮ কোটি ১২ লক্ষ টাকা। এদিকে মাদুরাইয়ে মদের দোকান মাত্র ৯০০টি, সেখানেই চেন্নাইয়ে মদের দোকানের সংখ্যা প্রায় ৯ হাজার। 

Liquor Consume: সত্যিই 'রঙিন' দীপাবলি, ২ দিনেই ৪৬৮ কোটির মদ পান করলেন এই রাজ্যবাসী!
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay
Follow Us:
| Edited By: | Updated on: Nov 14, 2023 | 7:13 AM

চেন্নাই: চারিদিকে আলোর রোশনাই। উৎসবে, আনন্দে মেতে সকলে। তবে শুধু বাড়িঘরই তো আলো দিয়ে সাজালে চলবে না, মনটাও ঝলমলে থাকা জরুরি কি না। আর সেই কারণেই গ্লাসে পড়ছে রঙিন জল আর বরফ। দীপাবলিতে শব্দবাজির পাশে দাপট চলল সুরাপ্রেমীদেরও। দুইদিনেই বিক্রি হল ৪৬৭.৬৩ কোটি টাকার মদ! তাও আবার এটা এক রাজ্যের পরিসংখ্যান। দেশজুড়ে দীপাবলিতে মদ বিক্রির করে আয়ের অঙ্ক হাজার কোটির গণ্ডি পার করেছে।

আলোর উৎসব শেষ হতেই মদ বিক্রির হিসাব পেশ করেছে তামিলনাড়ু। তাতে দেখা গিয়েছে, তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন লিমিটেডের অধীনে থাকা রাজ্যজুড়ে আউটলেটগুলি থেকে মোট ৪৬৭.৬৩ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। এটা গোটা সপ্তাহের হিসাব নয়, কেবলমাত্র সপ্তাহ শেষে দুইদিনেই মদ বিক্রি হয়েছে এত পরিমাণে।

ট্যাসম্যাকের তথ্য অনুযায়ী, গত ১১ নভেন্বর তামিলনাড়ুতে মোট ২২০ কোটি ৮৫ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। ১২ নভেম্বর এই অঙ্ক বেড়ে দাঁড়়ায় ২৪৬ কোটি ৭৮ লক্ষ টাকায়। এই আয় হয়েছে কেবল রেজিস্ট্রেশন প্রাপ্ত দোকান থেকেই।

এ তো গেল দীপাবলির কথা। উৎসবের মেজাজ তো উৎসব শুরুর আগে থেকেই শুরু হয়েছে। দীপাবলির আগের দিন, ১১ নভেম্বর কেবল মাদুরাই জোনেই মদ বিক্রি হয়েছে ৫২ কোটি ৭৩ লক্ষ টাকার। চেন্নাইয়ে মদ বিক্রির অঙ্ক ৪৮ কোটি ১২ লক্ষ টাকা। এদিকে মাদুরাইয়ে মদের দোকান মাত্র ৯০০টি, সেখানেই চেন্নাইয়ে মদের দোকানের সংখ্যা প্রায় ৯ হাজার।

মদ বিক্রিতে এরপরে রয়েছে কোয়েম্বাটোর, সেখানে ৪০ কোটি ২০ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। এছাড়া ত্রিচিতেও ৪০ কোটি, সালেমে ৩৯ কোটির মদ বিক্রি হয়েছে।

দীপাবলিতে সবথেকে বেশি মদ বিক্রি হয়েছে ত্রিচিতে। ৫৫ কোটি ৬০ লক্ষ টাকার। তালিকায় এর পরে রয়েছে চেন্নাই, সেখানে ৫২ কোটি ৯৮ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, বিগত দুই বছরেরর তুলনায় এবার তামিলনাড়ুতে দীপাবলিতে মদ বিক্রি সামান্য বেড়েছে। ২০২২ সালে মোট ৪৬৪ কোটি টাকার ও ২০২১ সালে ৪৪৪ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল।