Defence Acquisition Council: ৯৭টি ‘তেজস’ এবং ১৫৬টি ‘প্রচন্ড’-এ শক্তি বাড়াচ্ছে সেনা, চুক্তি ১১ লক্ষ কোটি টাকার

Tejas Aircraft and Prachand Attack Choppers: সেনাবাহিনীতে যুক্ত হতে চলেছে, অতিরিক্ত ৯৭টি 'তেজস' যুদ্ধবিমান এবং ১৫৬টি 'প্রচন্ড' অ্যাটাক হেলিকপ্টার। বৃহস্পতিবার (৩০ নভেম্বর), এই বিষয়ে অনুমোদন দিল প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল। এর জন্য প্রায় ১.১ লক্ষ কোটি টাকার চুক্তি করছে কাউন্সিল।

Defence Acquisition Council: ৯৭টি 'তেজস' এবং ১৫৬টি 'প্রচন্ড'-এ শক্তি বাড়াচ্ছে সেনা, চুক্তি ১১ লক্ষ কোটি টাকার
তেজস ও প্রচণ্ড (ফাইল ছবি)Image Credit source: Twitter
Follow Us:
| Updated on: Dec 01, 2023 | 6:58 AM

নয়া দিল্লি: আরও দেশিয় সরঞ্জামে শক্তিশালী হচ্ছে ভারতে সেনাবাহিনী। বাহিনীতে যুক্ত হতে চলেছে, অতিরিক্ত ৯৭টি ‘তেজস’ যুদ্ধবিমান এবং ১৫৬টি ‘প্রচন্ড’ অ্যাটাক হেলিকপ্টার। বৃহস্পতিবার (৩০ নভেম্বর), এই বিষয়ে অনুমোদন দিল প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল। দুটি এয়ারক্র্যাফ্টই দেশিয় প্রযুক্তিতে তৈরি। কাজেই এই অনুমোদন, দেশে প্রতিরক্ষা উত্পাদন শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর জন্য এর জন্য প্রায় ১.১ লক্ষ কোটি টাকার চুক্তি করছে প্রতিরক্ষা অধিগ্রহণ কাউন্সিল। প্রধানমন্ত্রী মোদী আত্মনির্ভর ভারত গঠনের ডাক দিয়েছিলেন। তারপর থেকে সামরিক ক্ষেত্রে ক্রমে বিদেশি নির্ভরতা কমানোর প্রয়াস চালাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। দেশিয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান, অ্যাটাক হেলিকপ্টার, ক্ষেপণাস্ত্র সংগ্রহ করছে সেনাবাহিনী। এদিনের অনুমোদন, সেই ধারাবাহিকতারই অংশ।

তেজস মার্ক ১ ভারতের তৈরি প্রথম ফাইটার জেট। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে এই ফাইটার জেটকে ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্তির জন্য চূড়ান্ত ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল। তেজস মার্ক ১-এ যুদ্ধবিমানগুলি কেনা হচ্ছে বায়ুসেনার জন্য। আর চপারগুলি বায়ুসেনা ও সেনাবাহিনী ব্যবহার করবে। এছাড়া, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে কাউন্সিল সুখোই এসইউ-৩০ এমকেআই-এর একটি বড় আপগ্রেডও অনুমোদন করেছে।

বায়ুসেনার ২৬০টিরও বেশি এসইউ-৩০ বিমান রয়েছে। ভারতে তৈরি উন্নত মানের রাডার, এভিওনিক্স এবং সাবসিস্টেম-সহ এই বিমানগুলিকে আপগ্রেড করা হবে। প্রাথমিকভাবে প্রায় ৮৪টি বিমান আপগ্রেড করা হবে বলে আশা করা হচ্ছে। রুশ টি-৯০ ট্যাঙ্কগুলিকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে, কাউন্সিল তাদের জন্য স্বয়ংক্রিয় ট্র্যাকার এবং উন্নত কম্পিউটার সংগ্রহ করার অনুমোদন দিয়েছে। নৌবাহিনীর জন্য, মাঝারি পাল্লার জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সংগ্রহের অনুমোদনও দেওয়া হয়েছে। দুই ধরনের অ্যান্টি-ট্যাঙ্ক যুদ্ধাস্ত্রও কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

সব মিলিয়ে ২.২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর পুরোটাই যাবে দেশীয় সামরিক শিল্পে। এটাই ভারতের ইতিহাসে দেশিয় নির্মাতাদের জন্য সবথেকে বড় অর্ডার। প্রতিরক্ষা কাউন্সিলের মঞ্জুরির পর, নির্মাতাদের সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনা করা হবে। এতে কিছুটা সময় লাগতে পারে। একবার চূড়ান্ত মূল্য নিয়ে আলোচনা হওয়ার পর, নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি শেষ অনুমোদন দেবে। সব মিলিয়ে এই সকল সামরিক সরঞ্জামের সেনাবাহিনীতে চূড়ান্ত অন্তর্ভুক্তিতে কমপক্ষে ১০ বছর সময় লাগতে পারে। এর ফলে শুধু প্রতিরক্ষা ক্ষেত্রে  ভারত আত্মনির্ভর হবে তাই নয়, বরং প্রচুর চাকরিও তৈরি করবে বলে আশা করা হচ্ছে। এটাই

অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
অলিম্পিকে গিয়ে আমাদের অ্যাথলিটরা ঠিকমতো ডিম খেতে পারছেন না
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ, তা নিয়েই এখন আলোচনা!
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের বিচ্ছেদের গুঞ্জনে তোলপাড় টলিউড
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
এক ট্যাবলেটেই দীর্ঘ জীবন!
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
কার্গিলে তিনের বিরুদ্ধে একের লড়াই! ১৬ হাজার ফুট উপরে কীভাবে লড়াই?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
রাজ্যের ভাঁড়ার শূন্য, তবুও ঢালাও অনুদান! উৎসবে হাত খোলা, চাকরিতে কবে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
২০২৪ সালে মহানায়ক সম্মান উঠছে কোন কোন শিল্পীর হাতে?
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বান্ধবীর মৃত্যুদিনে তাঁর নামেই অপপ্রচার, নিন্দার ঝড় সমাজমাধ্যমে
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাজেটে কী পেল মধ্যবিত্ত?
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...
কোন ছবির শুটিং করতে গিয়ে ঘটে এমনটা? সবটা জানালেন ভিকি নিজেই...