Ayodhya: লক্ষ লক্ষ মাটির প্রদীপ জ্বালিয়ে অযোধ্যাতে দ্বীপোৎসবের সূচনা

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Nov 08, 2021 | 12:11 PM

Diwali 2021,আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছিলেন, আগের বছরের রেকর্ড ভাঙার জন্য ১২ লক্ষ মাটির প্রদীপ জ্বালানো হবে। তারমধ্যে ৯ লক্ষ প্রদীপ সরযূ নদীর তীরকে আলোকিত করবে।

Ayodhya: লক্ষ লক্ষ মাটির প্রদীপ জ্বালিয়ে অযোধ্যাতে দ্বীপোৎসবের সূচনা
ছবি: ফাইল চিত্র

Follow Us

অযোধ্যা: দেশে চলছে উৎসবের আমেজ। সেই উৎসবের জৌলুস অনেকটাই যেন বেড়ে গিয়েছে অযোধ্যাতে (Ayodhya)। বুধবার, সরযূ নদীর তীরে মাটি প্রদীপ জ্বালিয়ে দীপাবলি ২০২১ (Diwali 2021) উদযাপন শুরু হল উত্তর প্রদেশে অযোধ্যাতে। এই উৎসবের পোশাকি নাম “দ্বীপোৎসব” (Deepotsav )। অনুষ্ঠানের শুরুতেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (CM Yogi Adityanath) সকলকেই দীপাবলির শুভেচ্ছো জানিয়েছেন। জানা গিয়েছে, ২০২২ সালে বিধানসভা নির্বাচনের আগের বছর ৯ লক্ষ দ্বীপ জ্বালিয়ে এই উৎসবের পঞ্চম বর্ষ ব্যপকভাবে উদযাপিত হবে। এই উৎসবে ৫০০ টি ড্রোন আকাশে রামায়ণের নানা ছবি দেখাবে।

দীপাবলি এই উদযাপনে ৭ লক্ষ ৫১ হাজার দ্বীপ একসঙ্গে জ্বালিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে প্রবেশের একটি প্রচেষ্টার কথা ভেবেছে প্রশাসন। তাই তারা কোনও রকম ঝুঁকি না নিয়েই একসঙ্গে ৯ লক্ষ দিয়া জ্বালিয়ে রেকর্ডে নিজেদের নাম নথিভুক্ত করতে আগ্রহী।

আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছিলেন, আগের বছরের রেকর্ড ভাঙার জন্য ১২ লক্ষ মাটির প্রদীপ জ্বালানো হবে। তারমধ্যে ৯ লক্ষ প্রদীপ সরযূ নদীর তীরকে আলোকিত করবে। উল্লেখ্য, আগের বছর দ্বীপোৎসবে ৬ লক্ষ মাটির প্রদীপ জ্বালানো হয়েছিল। সেই সংখ্যাও বিশ্বে রেকর্ড তৈরি করেছিল।

নভেম্বরের ৫ তারিখ অবধি নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। জানা গিয়েছে, শ্রীলঙ্কার একটি দলকে রামলীলা নাটক পরিবেশনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন বাজি ফাটানোয় বেনিয়ম দেখলেই অভিযোগ জানান হোয়াটসঅ্যাপে, হেল্পলাইন নম্বর চালু কলকাতা পুলিশের

আরও পড়ুন কালীপুজোয় এবার ‘নো এন্ট্রি’, নির্দেশ হাইকোর্টের, ছাড় নয় ডবল ডোজ়েও!

Next Article