No Entry for Kalipuja: কালীপুজোয় এবার ‘নো এন্ট্রি’, নির্দেশ হাইকোর্টের, ছাড় নয় ডবল ডোজ়েও!

Calcutta High Court: বিচারপতি সঞ্জীব ব্যানার্জির নির্দেশ বহাল রাখল বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। যদিও রাজ্য এদিন কোর্টে জানায়, পজেটিভিটি রেট আশঙ্কাজনক নয়।

No Entry for Kalipuja: কালীপুজোয় এবার 'নো এন্ট্রি', নির্দেশ হাইকোর্টের, ছাড় নয় ডবল ডোজ়েও!
পুজো নিয়ে ফের মামলা কলকাতা হাইকোর্টে। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 03, 2021 | 4:55 PM

কলকাতা : কালীপুজো (Kali Puja) প্যান্ডেলে অবাধ প্রবেশের ক্ষেত্রে দর্শনার্থীদের ছাড়পত্র দিল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। গত বছরের নির্দেশই বলবৎ রাখা হল। এবারও কালীপুজো, জগদ্ধাত্রী পুজো বা কার্ত্তিক পুজোয় দর্শনার্থীদের ভিড়ে নিষেধাজ্ঞা জারি করা হল। মুখে মাস্ক থাকলেও প্রবেশ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ভ্যাকসিনের (Covid Vaccine) ডবল ডোজ় নেওয়া থাকলেও তা ছাড়পত্র দেওয়ার জন্য যথেষ্ট নয় বলেই জানিয়ে দিল আদালত। সব মিলিয়ে দর্শনার্থীদের ভিড়ে নিষেধাজ্ঞা জারি করা হল আদালতের তরফে।

দুর্গাপুজোর ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম জারি করা হয়েছিল। কিন্তু আদতে দেখে গিয়েছিল, সে সবের তোয়াক্কা না করেই রাস্তায় বেড়েছে মানুষের ভিড়।এমনকি পুজোর পর কলকাতায় কোভিডের গ্রাফও ওপরের দিকে উঠেছে।

করোনা সংক্রমণ ষখন ফের বাড়ছে রাজ্যে, সেই পরিস্থিতিতে কালীপুজো এবং জগদ্ধাত্রী পুজোতেও মণ্ডপে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞার আর্জি নিয়ে কয়েক দিন আগেই কলকাতা হাইকোর্টে মামলা হয়৷ মামলাকারীর বক্তব্য ছিল, দুর্গাপুজার আগে রাজ্যে করোনা সংক্রমণের হার দুই শতাংশের নিচে ছিল। অথচ পুজো চলাকালীন মানুষ যে ভাবে পথে নেমেছিলেন তার ফল ভুগতে শুরু করেছে রাজ্যবাসী৷ ফের সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে এ রাজ্যে। কালীপুজো, দীপাবলি ও জগদ্ধাত্রী পুজো নিয়েও তাই আশঙ্কা প্রকাশ করা হয়।

সেই মামলায় এ দিন বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের তরফ থেকে বলা হয়, শুধু মাস্ক বা ডাবল ভেকশিন হলেই ছাড়পত্র হতে পারে না। সাধারণ মানুষের নিজেদের দায়িত্ব থাকবে। ছোট ও বড় প্যান্ডেলে নির্দিষ্ট সংখ্যক দর্শনার্থী ছাড়া প্রবেশ নয় বলেও জানিয়ে দিয়েছে আদালত। নির্দেশে বলা হয়েছে, ছোট ও বড় প্যান্ডেলের ক্ষেত্রে দর্শনার্থী সংখ্যা নির্দিষ্ট করতে হবে। তার বেশি দর্শনার্থী মণ্ডপে প্রবেশ করতে পারবে না। গত বছর বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় মণ্ডপে অবাধ প্রবেশে নিষেধাজ্ঞার নির্দেশ দিয়েছিলেন। এ দিন বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ সেই নির্দেশই বহাল রাখল। তবে রাজ্যের তরফে এ দিন জানানো হয়েছে, রাজ্যে সংক্রমণের হার খুব একটা বাড়েনি, তাই আশঙ্কা কম থাকছে।

এর আগে দুর্গাপুজো নির্দেশিকায় হাইকোর্টের তরফে জানানো হয়েছিল, সিঁদুর-খেলা থেকে আরতি- সব উপাচারেই অনুমতি থাকবে, তবে সব ক্ষেত্রেই একটি শর্ত ছিল। বলা হয়েছিল টিকার ডবল ডোজ় নেওয়া থাকলেই মণ্ডপে অনুমতি মিলবে অঞ্জলি দেওয়ার কিংবা দশমীতে সিঁদুর খেলার। দুর্গাপুজোর উপাচার মানার ক্ষেত্রে দর্শনার্থীদের ডবল ডোজ় বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছিল হাইকোর্টের বিচারপতি আইপি মুখোপাধ্যায় ও অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ। তবে কালীপুজোর ক্ষেত্রে ডবল ডোজ়েও ছাড়পত্র দেওয়া হচ্ছে না।

এ দিকে এপর একটি মামলায় আজ দিপাবলীতে বাজি ফাটানোর ক্ষেত্রে সুপ্রিম কোর্টে নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, কালী পুজো বা দিপাবলীতে কেবলমাত্র পরিবেশ বান্ধব বাজিই (Green Crackers) ফাটানো যাবে। ২ ঘণ্টার জন্য মিলবে বাজি ফাটানোর অনুমতি। বাজি ফাটানো যাবে রাত ৮ টা থেকে ১০ টা।

আরও পড়ুন: পরিবেশ-বান্ধব বাজিই ফাটবে দিপাবলীতে, সুপ্রিম কোর্টের নির্দেশ বহাল রাখল হাইকোর্ট