‘কষ্ট বুঝতে পারছি’, নিখোঁজ কৃষকদের খুঁজে বের করার আশ্বাস কেজরীবালের

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 03, 2021 | 6:32 PM

বিগত কয়েকদিন ধরেই আন্দোলনকারী কৃষকরা দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে নিখোঁজ কৃষকদের বিষয়ে তদন্তের আবেদন জানিয়েছেন। জবাবে কেজরীবালও কৃষকদের আশ্বস্ত করে জানিয়েছেন, তিনি নিখোঁজ আন্দোলনকারীদের খুঁজে বের করে পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত করে দেওয়ার চেষ্টা করবেন।

কষ্ট বুঝতে পারছি, নিখোঁজ কৃষকদের খুঁজে বের করার আশ্বাস কেজরীবালের
ফাইল চিত্র।

Follow Us

নয়া দিল্লি: প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিল (Tractor Rally)-র পর থেকেই খোঁজ মিলছে না বহু কৃষকের, সম্প্রতি এমনটাই জানিয়েছিলেন আন্দোলনকারী কৃষকরা। নিখোঁজ কৃষকদের খুঁজে বের করতে সাহায্য করবে দিল্লি সরকার, বুধবার একথাই জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal)। প্রয়োজনে উপ-রাজ্যপাল ও কেন্দ্রের সাহায্যও নেওয়ার কথাও বললেন তিনি।

প্রজাতন্ত্র দিবসে বিশৃঙ্খলার ঘটনায় গ্রেফতার হওয়া ১১৫ জনের তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। আজ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “প্রজাতন্ত্র দিবসে যে অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই ঘটনায় জড়িত মোট ১১৫ জন ব্যক্তির তালিকা প্রকাশ করা হয়েছে। তাঁরা আপাতত রাজ্যের বিভিন্ন জেলে রয়েছেন। আমাদের সরকারের তরফে নিখোঁজ আন্দোলনকারীদেরও খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। প্রয়োজনে উপ-রাজ্যপাল ও কেন্দ্রীয় সরকারের সাহায্যও নেওয়া হবে।” উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসে বিশৃঙ্খলার ঘটনায় মোট ৪৪টি অভিযোগ দায়ের করা হয়েছে ও ১২২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, সংযুক্ত কিষাণ মোর্চার প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী কেজরীবালের সঙ্গে দেখা করে তাঁর হাতে নিখোঁজ ২৯ জন আন্দোলনকারীর তালিকা তুলে দেন। পাশাপাশি কৃষক আন্দোলনে প্ররোচনার বিরুদ্ধে আইনি তদন্ত ও জেলে আটক কৃষকদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল বোর্ড গঠনের আবেদনও জানান। যদিও আজকের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আইনি তদন্ত বা মেডিক্যাল বোর্ড গঠন সম্পর্কে কিছু জানাননি।

আরও পড়ুন:মহাপঞ্চায়েতে পাঁচ দফা পরিকল্পনার ঘোষণা, মোদী-শাহকে বৈঠকে আহ্বান কৃষকদের

গ্রেফতার হওয়া ব্যক্তিদের তালিকা প্রকাশের কারণ হিসাবে কেজরীবাল বলেন, “হতেই পারে নিখোঁজ ব্যক্তিরা প্রজাতন্ত্র দিবসের দিন হিংসা ছড়ানোর ঘটনায় যুক্ত থাকার কারণে গ্রেফতার হয়েছেন। সেই কারণেই তাঁরা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। আমরা গ্রেফতার হওয়া ১১৫জনের তালিকা প্রকাশ করছি, যাতে গ্রেফতার হওয়া ব্যক্তিদের পরিবারের লোকজনেরা জানতে পারেন।”

বিগত কয়েকদিন ধরেই আন্দোলনকারী কৃষকরা দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে নিখোঁজ কৃষকদের বিষয়ে তদন্তের আবেদন জানিয়েছেন। জবাবে কেজরীবালও কৃষকদের আশ্বস্ত করে জানিয়েছেন, তিনি নিখোঁজ আন্দোলনকারীদের খুঁজে বের করে পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের সাংবাদিক বৈঠকেও তিনি এই বিষয়টি উল্লেখ করে বলেন, “আমি ওনাদের কষ্ট বুঝতে পারছি।”

আরও পড়ুন: ‘কৃষক নয়, পিছু হটতে বাধ্য হবে কেন্দ্রই’, কড়া সমালোচনা রাহুলের

Next Article