মহাপঞ্চায়েতে পাঁচ দফা পরিকল্পনার ঘোষণা, মোদী-শাহকে বৈঠকে আহ্বান কৃষকদের

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 03, 2021 | 5:41 PM

দিল্লির তিন সীমান্তে দিল্লি পুলিশের ব্যারিকেড-কাঁটাতারের নিরাপত্তা বেষ্টনী সম্পর্কে রাকেশ তিকাইতসহ অন্যান্য সদস্যরা বলেন, "খাপ সদস্যরা এই ব্যারিকেড সরিয়ে দেবে এবং শান্তিপূর্ণভাবেই সিংঘু সীমান্তে আন্দোলন জারি রাখবে।"

মহাপঞ্চায়েতে পাঁচ দফা পরিকল্পনার ঘোষণা, মোদী-শাহকে বৈঠকে আহ্বান কৃষকদের
মহাপঞ্চায়েতের মঞ্চে রাকেশ তিকাইত সহ অন্যান্য কৃষক নেতারা। ছবি:ANI

Follow Us

কান্দেলা: কৃষি আইন প্রত্যাহারের দাবিতেই অনড় থাকছেন কৃষকরা, একইসঙ্গে ৪০টি কৃষক সংগঠনের নেতৃত্বে কৃষক  আন্দোলনও বজায় রাখা হবে, বুধবার এমনটাই বার্তা দেওয়া হল মহাপঞ্চায়েত (Mahapanchayat)-র মঞ্চ থেকে। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের মুখপাত্র রাকেশ তিকাইত (Rakesh Tikait)-ও।

হরিয়ানার জিন্দ জেলায় আজ আন্দোলনকারী কৃষক সংগঠনগুলির তরফে মহাপঞ্চায়েতের আয়োজন করা হয়। সেই সভায় নিজেদের মধ্যে আলোচনার পর কৃষক সংগঠনগুলির তরফে জানানো হয়, তাঁরা মোট পাঁচ দফা কর্মসূচির পরিকল্পনা করেছেন। এগুলি হল- কৃষি আইন প্রত্যাহার, উৎপাদিত ফসলের নূন্যতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টি, স্বামীনাথন রিপোর্টের প্রয়োগ, ২৬ জানুয়ারি ট্রাক্টর মিছিলে কৃষকদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, তা প্রত্যাহার ও গ্রেফতার করা ব্যক্তিদের মুক্তি। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit shah)-কে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে আলোচনার আহ্বানও জানানো হয়।

মহাপঞ্চায়েতের মঞ্চ থেকে কৃষক নেতা রাকেশ তিকাইত জানান, কেন্দ্রের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নেবে সংযুক্ত কিষাণ ইউনিয়ন। আগামী পদক্ষেপ কী হবে, সেই বিষয়েও শীঘ্রই জানানো হবে। কেন্দ্রের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা যেমন মাঝপথে সরপঞ্চ বদল করেন না, তেমনই আমরাও আন্দোলন চলাকালীন নেতৃত্ব বদল করব না।” অনুষ্ঠান মঞ্চে রাকেশ তিকাইত ছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় কিষাণ ইউনিয়নের বলবীর সিং রাজেওয়াল, গুরনাম সিং চাঁদুনি।

আরও পড়ুন: ‘কৃষক নয়, পিছু হটতে বাধ্য হবে কেন্দ্রই’, কড়া সমালোচনা রাহুলের

দিল্লির তিন সীমান্তে দিল্লি পুলিশের ব্যারিকেড-কাঁটাতারের নিরাপত্তা বেষ্টনী সম্পর্কে রাকেশ তিকাইতসহ অন্যান্য সদস্যরা বলেন, “খাপ সদস্যরা এই ব্যারিকেড সরিয়ে দেবে এবং শান্তিপূর্ণভাবেই সিংঘু সীমান্তে আন্দোলন জারি রাখবে।”

এদিকে, মঞ্চে রাকেশ তিকাইতের ভাষণ শুরু হওয়ার আগের মুহূর্তেই আচমকাই ভেঙে পড়ে সভামঞ্চ। তবে উচ্চতা বেশি না হওয়ায় কেউ গুরুতর আহত হননি। মহাপঞ্চায়েতে আন্দোলনকারী কৃষকদের পাশাপাশি আশেপাশের গ্রামের বহু মহিলারাও যোগ দেন, তাঁরাও আন্দোলনকারী কৃষকদের সপক্ষেই স্লোগান দেন।

আরও পড়ুন: কোন কোন রাজ্যে রোহিঙ্গারা? বাংলা আছে? তথ্য দিল স্বরাষ্ট্র মন্ত্রক

Next Article