কোন কোন রাজ্যে রোহিঙ্গারা? বাংলা আছে? তথ্য দিল স্বরাষ্ট্র মন্ত্রক
বৈধ নথি নেই, তাই সঠিক হিসেবে নেই কেন্দ্রের হাতে
নয়া দিল্লি: রোহিঙ্গারা ভারতের কোন কোন রাজ্যে বসবাস করছে, এমনই প্রশ্ন উঠেছিল। আর তাতে কেন্দ্রের তরফ থেকে জানানো হল ১২ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের নাম। রয়েছে পশ্চিমবঙ্গও। বুধবার রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে রাজ্যগুলির নাম জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
ঠিক কত জন রোহিঙ্গা এই মুহূর্তে ভারতে রয়েছে, তার কোনও নির্দিষ্ট তথ্য নেই ভারতের হাতে। তবে কোথায় কোথায় তারা বাস করছে, সেই তথ্যই এদিন দিল স্বরাষ্ট্র মন্ত্রক। এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, ‘যেহেতু অবৈধ ভাবে আসা রোহিঙ্গারা কোনও বৈধ নথি নিয়ে আসে না এবং তারা সাধারণত গোপনেই প্রবেশ করে, তাই ঠিক এদের সম্পর্কে নিখুঁত তথ্য দেওয়া সম্ভব নয়।
আরও পড়ুন: বিক্ষোভের মুখে পড়ে ভারতের সঙ্গে চুক্তি বাতিল শ্রীলঙ্কার, বিকল্প প্রস্তাবে সায় নেই নয়া দিল্লির
রাজ্যসভায় কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন যে ১২ টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে রোহিঙ্গারা রয়েছে সেগুলি হল, দিল্লি , উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, অসম, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, রাজস্থান, তেলেঙ্গানা ও পঞ্জাব। রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এমনটাই জানিয়েছেন নিত্যানন্দ রাই।
আরও পড়ুন: বাংলায় শুরু হল কোভ্যাক্সিন দেওয়া, টিকা নিলেন সরকারি আধিকারিকরা
কেন্দ্রীয় আরও মন্ত্রী জানিয়েছেন, অবৈধভাবে আসা অন্যান্য দেশের নাগরিকদের শনাক্ত করার প্রক্রিয়া জারি আছে। নাগরিকত্ব খতিয়ে দেখেই প্রবেশাধিকার দেওয়া হয়। ২০১৪-র ২৪ এপ্রিল ও ২০১৯-এর ১ জুলাই দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিদেশি নাগরিকদের নির্বাসন কিংবা পুনরায় দেশে প্রেরণ করার বিষয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে বলে জানান তিনি।