Arvind Kejriwal: অবশেষে ইডির মুখোমুখি হতে রাজি কেজরীবাল, তবে দিলেন শর্ত…

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 04, 2024 | 10:10 AM

Enforcement Directorate: এ দিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ইডিকে চিঠি লিখে জানান, আবগারি নীতি দুর্নীতির আর্থিক দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিনি প্রস্তুত। তবে মুখোমুখি নয়, ভি়ডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি হাজিরা দিতে রাজি।

Arvind Kejriwal: অবশেষে ইডির মুখোমুখি হতে রাজি কেজরীবাল, তবে দিলেন শর্ত...
অরবিন্দ কেজরীবাল।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: আবারও ইডির সমন এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। দিল্লি আবগারি নীতি দুর্নীতি মামলায় আজ, সোমবারই হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু প্রতিবারের মতোই এবারও সমন এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী। তবে তার বদলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-কে চিঠি লিখলেন কেজরীবাল। জানালেন ১২ মার্চের পর হাজিরা দিতে পারবেন তিনি।

এ দিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ইডিকে চিঠি লিখে জানান, আবগারি নীতি দুর্নীতির আর্থিক দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তিনি প্রস্তুত। তবে মুখোমুখি নয়, ভি়ডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি হাজিরা দিতে রাজি। আগামী ১২ মার্চের পর ইডি ডাকলে তিনি ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে হাজিরা দিতে রাজি।

গত মাসেই কেজরীবালকে অষ্টমবার সমন পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজ, ৪ মার্চ তাঁকে দিল্লির ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু আজ দিল্লি বিধানসভায় বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী কেজরীবাল। সেই কারণে তিনি হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছেন। গতবারের মতো এবারও তিনি ইডির সমনকে বেআইনি বলে আক্রমণ করতেও ছাড়েননি।

প্রসঙ্গত, দিল্লিতে ২০২১-২২ সালে নতুন আবগারি নীতি এনেছিল কেজরীবাল সরকার। অভিযোগ ওঠে, নির্দিষ্ট কিছু সংখ্যক ব্যবসায়ীকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এই নীতি তৈরি করা হয়েছিল। ১০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে এই নীতিকে ঘিরে। এই মামলাতেই গ্রেফতার হয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। এই মামলায় কেজরীবালের বাড়িতে তল্লাশি এবং জেরার জন্য একাধিকবার তলব করেছে ইডি।

Next Article