PM Narendra Modi: বিজেপি তহবিলে ২০০০ টাকা অনুদান প্রধানমন্ত্রী মোদীর, অনুরোধ করলেন বাকিদেরও

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 04, 2024 | 9:16 AM

BJP: ১ মার্চ থেকে শুরু হয়েছে বিজেপি অর্থ সংগ্রহ কর্মসূচি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা প্রথম অনুদান দেন। তিনি ১ হাজার টাকা অনুদান দেন। তিনিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই আর্থিক অনুদানের কথা জানান। 

PM Narendra Modi: বিজেপি তহবিলে ২০০০ টাকা অনুদান প্রধানমন্ত্রী মোদীর, অনুরোধ করলেন বাকিদেরও
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Image Credit source: Facebook

Follow Us

নয়া দিল্লি: মাস খানেক পরেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছে শাসক-বিরোধী সমস্ত দল। তবে শুধু প্রচার করলেই তো হবে না, নির্বাচনের জন্য প্রয়োজন তহবিলেরও। আর সেই জন্যই বিজেপির পার্টি ফান্ডে ২০০০ টাকা আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী মোদী। লোকসভা নির্বাচনের আগে বাকিদেরও অনুদান দিতে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী।

রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, নমো অ্যাপের মাধ্যমে সকলে যেন “ডোনেশন ফর নেশন বিল্ডিং” ক্যাম্পেনে আর্থিক অনুদান  দেন। তিনি লেখেন, “বিজেপিকে আর্থিক অনুদান দিতে পেরে এবং বিকশিত ভারত গড়ার উদ্যোগে অংশ হতে পেরে আমি খুব খুশি। আমি সকলকে অনুদান করছি যে নমো অ্যাপের মাধ্যমে আপনারাও ডোনেশন ফর নেশন বিল্ডিং-এ অংশ নিন।”

১ মার্চ থেকে শুরু হয়েছে বিজেপি অর্থ সংগ্রহ কর্মসূচি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা প্রথম অনুদান দেন। তিনি ১ হাজার টাকা অনুদান দেন। তিনিও এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই আর্থিক অনুদানের কথা জানান।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে বিজেপি মোট ৭১৯ কোটি টাকা আর্থিক অনুদান সংগ্রহ করেছিল। তার আগের বছর আর্থিক অনুদানের অঙ্ক ছিল ৬১৪ কোটি টাকা। সেখানেই ২০২২-২৩ অর্থবর্ষে কংগ্রেসের সংগৃহীত আর্থিক অনুদানের অঙ্ক ছিল ৭৯ কোটি টাকা। তার আগের বছর অনুদানের পরিমাণ ছিল ৯৫.৪ কোটি টাকা।

গত নির্বাচন অবধি ইলেকটোরাল বন্ডের মাধ্যমে আর্থিক অনুদান পেলেও, এবার সুপ্রিম কোর্ট ইলেকটোরাল বন্ড বাতিল করে দিয়েছে। ফলে লোকসভা নির্বাচনে রাজনৈতিক দলগুলি কীভাবে অর্থ সংগ্রহ করবে, তা প্রশ্নের মুখে পড়েছে।

Next Article