দিল্লিবাসীদের জন্য সুখবর, ঘরবন্দি করোনা রোগীদের অক্সিজেন দিতে অনলাইনেই আবেদনের সুবিধা

ঈপ্সা চ্যাটার্জী |

May 06, 2021 | 1:03 PM

সাধারণ মানুষের সুবিধার জন্য জেলাশাসকদের নির্দিষ্ট কিছু সংখ্যক আধিকারিকদের চিহ্নিত করে রাখতে বলা হয়েছে, যারা এই আবেদনগুলি বাছাই করবে এবং প্রয়োজন অনুযায়ী ই-পাসের অগ্রগণ্যতা পাবে।

দিল্লিবাসীদের জন্য সুখবর, ঘরবন্দি করোনা রোগীদের অক্সিজেন দিতে অনলাইনেই আবেদনের সুবিধা
অক্সিজেন সিলিন্ডার ভরানোর জন্য লম্বা লাইন। ছবি:PTI

Follow Us

নয়া দিল্লি: বিগত কয়েকর সপ্তাহ ধরে অক্সিজেনের জন্য দিল্লির বিভিন্ন কেন্দ্রে রোগীর পরিজনদের যে লম্বা লাইন দেখা গিয়েছিল, তা আর দেখা যাবে না। করোনা আক্রান্ত হলেও কিছুটা স্বস্তি পাবেন হোম আইসোলেশনে থাকা রোগীরা। অক্সিজেনের অভাব দেখা দিলে সরাসরি সরকারি ওয়েবসাইটে নাম ও তথ্য নথিভুক্ত করলেই পেয়ে যাবেন অক্সিজেন।

লকডাউন ঘোষমার সময়ই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানিয়েছিলেন, রাজ্যবাসীর সুবিধার জন্য একটি বিশেষ ওয়েবসাইট চালু করা হচ্ছে। সময় অনুযায়ী তাতে নানা পরিবর্তনও আনা হবে।

হোম আইসোলেশনে থাকা করোনা রোগী, যাদের অক্সিজেনের প্রয়োজন, তারা এ বার থেকে সরাসরি দিল্লি সরকারের পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবেন। এই পোর্টালটি হল https://delhi.gov.in । এই পোর্টালে লগ ইন করে নিজেদের আবেদন পত্র, আধার কার্ড, কোভিড টেস্টের রিপোর্ট ও সিটি স্ক্যানের রিপোর্ট থাকলে, তার কপি আপলোড করতে হবে।

এ দিন সরকারের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “প্রতিটি জেলাকে অক্সিজেন রি-ফিলিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং জেলাশাসকদের অক্সিদেন সিলিন্ডার সঠিকভাবে সরবরাহ হচ্ছে কিনা, তা দেৎার দায়িত্ব দেওয়া হয়েছে।”

রাজ্য সরকারের তরফে জানানো হয়, বিগত কয়েক সপ্তাহ ধরে করোনা রোগীর পরিজনদের অক্সিজেন জোগাড়ের জন্য লড়াই দেখেই এই অনলাইন ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ মানুষের সুবিধার জন্য জেলাশাসকদের নির্দিষ্ট কিছু সংখ্যক আধিকারিকদের চিহ্নিত করে রাখতে বলা হয়েছে, যারা এই আবেদনগুলি বাছাই করবে এবং প্রয়োজন অনুযায়ী ই-পাসের অগ্রগণ্যতা পাবে।

এই ই-পাসের মাধ্যমে আবেদনকারীরা জানতে পারবেন, কোন সময়ে, কোন দিন, কোন জায়গা থেকে অক্সিজেন সংগ্রহ করতে পারবেন। ইতিমধ্যেই জেলাশাসকদের অক্সিজেন ডিপো ও তার সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করেও অক্সিজেন সরবরাহ যাতে সর্বদা চালু থাকে, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: Corona Cases and Lockdown News Live: ভয়ঙ্কর রূপ করোনার, দৈনিক আক্রান্ত একলাফে ৪ লক্ষ ১২ হাজার, মৃত প্রায় ৪ হাজার

Next Article