Rahul Gandhi: ‘আড়াই প্যাঁচে’ রাহুল, সংসদে ধস্তাধস্তি-কাণ্ডে ক্রাইম সিনের পুনর্নিমাণ করবে তদন্তকারীরা
Rahul Gandhi: সংসদ চত্বরে অনুসন্ধান ও তদন্তের জন্য লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপল কুমার সিংকে চিঠি পাঠিয়ে অনুমতি চেয়েছে তদন্তকারীরা। একই সঙ্গে চাওয়া হয়েছে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজও।
নয়াদিল্লি: আরও বিপাকে রাহুল। সংসদ চত্বরে ধাক্কাধাক্কির ঘটনায় কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তদন্তে নামল দিল্লির ক্রাইম ব্রাঞ্চ। সেদিন ঠিক কী ঘটেছিল, জানতে ক্রাইম সিনে গিয়েই ঘটনার পুনর্নিমাণ করবে তদন্তকারীরা।
ইতিমধ্যে, সংসদ চত্বরে অনুসন্ধান ও তদন্তের জন্য লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপল কুমার সিংকে চিঠি পাঠিয়ে অনুমতি চেয়েছে তদন্তকারীরা। একই সঙ্গে চাওয়া হয়েছে ঘটনার দিনের সিসিটিভি ফুটেজও।
গত সপ্তাহে অম্বেদকর ইস্যুতে উত্তেজনা ছড়ায় সংসদ চত্বরে। সংসদের মকরদ্বার দিয়ে মিছিল করে প্রবেশ করার চেষ্টা করতেই কংগ্রেস সাংসদদের রুখে দেয় বিজেপি সাংসদরা। প্রথমে বচসা, তারপর ধাক্কাধাক্কি থেকে শুরু হয়ে যায় হাতাহাতিও। এই উত্তেজনার মাঝেই নাকি প্রতাপচন্দ্র সারেঙ্গি নামে এক বিজেপি সাংসদকে ধাক্কা মেরে ফেলে দেয় রাহুল গান্ধী, অভিযোগ এমনটাই। আহত হন আরেক বিজেপি সাংসদ মুকেশ রাজপুতও।
এই খবরটিও পড়ুন
উল্লেখ্য, তৎক্ষণাৎ রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন সাংসদ অনুরাগ ঠাকুর। সেই অভিযোগের ভিত্তিতেই রাহুল গান্ধীর বিরুদ্ধে তদন্তে নেমেছে পুলিশ।
গতকাল দিল্লির আরএমএল হাসপাতাল থেকে ছাড়া পায় সংসদে ধস্তাধস্তিতে আহত দুই বিজেপি সাংসদ। সেই ভিত্তিতেই তাদের বয়ান রেকর্ডের সিদ্ধান্ত নেয় পুলিশ। কিন্তু ছাড়া পাওয়ার কিছুক্ষণের মধ্যেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে যান তারা। ফলত, বয়ান রেকর্ড করা সম্ভব হয়ে ওঠে না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের শারীরিক অবস্থার উন্নতি হলেই বয়ান রেকর্ড করবে তদন্তকারীরা।
সংসদে ধস্তাধস্তির ঘটনায় যখন রাহুল গান্ধীর বিরুদ্ধে আসরে নেমেছে বিজেপি। সেই পরিস্থিতিতে চুপ করে কিন্তু বসে থাকেনি কংগ্রেস। তাদের এক দল সাংসদ গোটা ঘটনার ভিত্তিতে থানায় অভিযোগ দায়ের করে এবং সেদিন ঠিক কী ঘটেছিল, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য প্রকাশ্যে আনার দাবি তুলে লোকসভা অধ্যক্ষকে চিঠি পাঠিয়ে তদন্তের আর্জি জানায় তারা।