Doctor Shot Dead: ভয়ঙ্কর! হাসপাতালের ভিতরেই ডাক্তারকে গুলি করে খুন করল ২ কিশোর

Delhi Hospital: আজ সকালে আহত অবস্থায় হাসপাতালে এসেছিলেন অভিযুক্ত দুই ব্যক্তি। চিকিৎসকরা যথাযথ চিকিৎসাও করেন। কিন্তু অভিযুক্তরা ওই চিকিৎসকের সঙ্গে দেখা করতে চান। এরপর তাঁর কেবিনে ঢুকে চিকিৎসককে লক্ষ্য করে গুলি চালায়।

Doctor Shot Dead: ভয়ঙ্কর! হাসপাতালের ভিতরেই ডাক্তারকে গুলি করে খুন করল ২ কিশোর
হাসপাতালের বাইরে থমথমে পরিবেশ।Image Credit source: ANI
Follow Us:
| Updated on: Oct 03, 2024 | 10:04 AM

নয়া দিল্লি: চিকিৎসকদের নিরাপত্তা কোথায়? আরজি কর কাণ্ডের পরও চিকিৎসক নিগ্রহের ঘটনা থামছে না। এবার আরও ভয়ঙ্কর। হাসপাতালের ভিতরেই খুন চিকিৎসক। হাসপাতালে ডিউটিরত এক চিকিৎসককে গুলি করে খুন করল দুই কিশোর। বুধবার রাতে দিল্লির জৈতপুর এলাকার নিমা হাসপাতালে এই ঘটনাটি ঘটে। মৃত চিকিৎসকের নাম জাভেদ আখতার।

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, বুধবার রাতে হাসপাতালে এসেছিলেন অভিযুক্ত দুই কিশোর। একজনের পায়ে চোট ছিল।  যথাযথ চিকিৎসাও করা হয়। কিন্তু এরপরই অভিযুক্তরা ওই চিকিৎসকের সঙ্গে দেখা করতে চান। তাঁর কেবিনে ঢুকে চিকিৎসককে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চিকিৎসকের।

এই খবরটিও পড়ুন

হাসপাতালের কর্মীদের বয়ান অনুযায়ী, প্রায় মধ্য রাতে ওই দুই কিশোর এসেছিল। তাদের বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে। এক কিশোরের পায়ে চোট ছিল। ড্রেসিং করার পর ওই দুই কিশোর প্রেসক্রিপশন চাওয়ার নাম করে চিকিৎসকের কেবিনে যান। কয়েক মিনিট বাদেই গুলির শব্দ শোনা যায়। হাসপাতালের কর্মীরা ভিতরে গিয়ে দেখেন, ওই চিকিৎসকের মাথায় গুলি লেগেছে।

চিকিৎসককে হত্য়ার পরই অভিযুক্তরা হাসপাতাল ছেড়ে পালিয়ে যায়। এদিকে, চিকিৎসক খুনের খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে  হাসপাতালের সিসিটিভি ফুটেজ।সকালে ময়নাতদন্তের জন্য চিকিৎসকের দেহ নিয়ে আসা হয় এইমসে।

আগ্নেয়াস্ত্র নিয়ে দুই যুবক কীভাবে হাসপাতালে ঢুকল তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো নিয়েও। এই ঘটনা নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে আলোচনা শুরু চিকিৎসক সংগঠনের। ইতিমধ্যেই দিল্লির নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যর্থ বলে দিল্লি লেফটেন্যান্ট গভর্নরের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে আপ।