Delhi: জালে ধরা পড়েছিল ডলফিন, তাকে মেরে রান্না করে খেল চার মৎস্যজীবী
Delhi: মাছ ধরার জালে ধরা পড়ল ডলফিন, তাকে মেরে রান্না করে খেয়ে নিল চার জেলে
দিল্লি: যমুনা নদীতে জাল ফেলেছিলেন চারজন মৎস্যজীবী। সেই জালে প্রথমে ভারী-ভারী কিছু ঠেকছিল। পরে টেনে তুলতেই দেখা গেল জালে পড়েছে ডলফিন। কিন্তু তার প্রাণ বাঁচানো তো দূরের কথা উল্টে তাঁকে মেরে রান্না করে খেয়ে নেওয়ার অভিযোগ উঠল তাঁদের বিরুদ্ধে। এই ঘটনায় গ্রেফতার হয়েছে অভিযুক্তরা।
একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, গত ২২ জুলাই দিল্লির নাসেরপুরে যমুনা নদী থেকে একটি ডলফিন জালে আটকে যায় চারজন মৎস্যজীবীর। তাঁরা সেই ডলফিনটিকে কাঁধে করে নিয়ে যাচ্ছে সেই ছবিটিও ভাইরাল হয়।
এরপর সেই ডলফিনটিকে মেরে রান্না করে খেয়ে নেয় তারা। ঘটনার খবর জানাজানি হতেই চেইল এর বন আধিকারিক রবীন্দ্র কুমার একটি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে থানায় অভিযোগ দায়ের হতেই গ্রেফতার চারজন।