Purulia: সেতুর নিচে ওটা কী ভাসছে? কাছে যেতেই চোখ কপালে উঠে গেল স্থানীয়দের, ছুটে এল দুই থানার পুলিশ

Purulia: খবর পাওয়ার কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলে আসে পুঞ্চা ও মানবাজার দুই থানার পুলিশ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

Purulia: সেতুর নিচে ওটা কী ভাসছে? কাছে যেতেই চোখ কপালে উঠে গেল স্থানীয়দের, ছুটে এল দুই থানার পুলিশ
ব্যাপক শোরগোল এলাকায় Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 05, 2025 | 4:15 PM

মানবাজার: একদিন আগেই নন্দীগ্রামে জলাশয় থেকে উদ্ধার হয়েছিল এক অজ্ঞাত পরিচয় মহিলার দেহ। দেহের বিভিন্ন জায়াগায় আঘাতের চিহ্ন। যা দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ, কেউ বা কারা খুন করে ফেলা রেখে গিয়েছিল ওই মহিলাকে। যদিও মহিলার পরিচয় নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। এরইমধ্য়ে এবার কার্যত একই ঘটনার প্রতিচ্ছবি পুরুলিয়া। নদীর জলে সেতুর তলায় ভাসতে দেখা গেল মহিলার অর্ধনগ্ন দেহ। এখানেও মহিলার পরিচয় জানা যায়। 

এদিন এই চাঞ্চল্যকর ছবি দেখা যায় পুরুলিয়ার মানবাজার শহরের অদূরে থাকা কাঁসাই নদীতে। এদিন সকালে বুধপুরের কাছে কাঁসাই নদীতে একটি সেতুর নিচে প্রথম ওই মহিলার দেহ ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা। খবর চাউর হতেই ব্যাপক শোরগোল শুরু হয়ে যায় এলাকায়। খবর যায় পুলিশে।

এই খবরটিও পড়ুন

খবর পাওয়ার কিছু সময়ের মধ্যে ঘটনাস্থলে আসে পুঞ্চা ও মানবাজার দুই থানার পুলিশ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকে। কিন্তু, সকলের একই উত্তর কেউ তাঁকে চেনন না। ঘটনাস্থলে যান মানবাজার মহকুমার এসডিপিও। পুলিশ বলছে ময়নাতদন্তে রিপোর্ট এলেই মৃত্যুর কারণ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে।