Delhi News: বোরখা পরে নিজের বাড়িতেই নগদ, লক্ষাধিক টাকার গয়না চুরি যুবতীর, কেন জানেন?

Sukla Bhattacharjee |

Feb 04, 2024 | 9:48 PM

Delhi Robbery: পুলিশ জেরায় শ্বেতা জানিয়েছেন, তাঁর মা ছোট বোনকে খুব ভালবাসেন। সেই ঈর্ষা থেকেই তিনি নিজের বাড়িতে চুরি করেছেন। তবে এটা একমাত্র কারণ নয়। যুবতী আরও জানিয়েছেন, তাঁর কিছু টাকা ধার ছিল। সেই ধার পরিশোধের জন্য তিনি মায়ের কাছে টাকা চেয়েছিলেন। কিন্তু মেলেনি।

Delhi News: বোরখা পরে নিজের বাড়িতেই নগদ, লক্ষাধিক টাকার গয়না চুরি যুবতীর, কেন জানেন?
বোরখা পরে নিজের বাড়িতে চুরি যুবতীর।

Follow Us

নয়া দিল্লি: হিংসা, ঘৃণা চরম পর্যায়ে পৌঁছলে অপরাধ করতেও হাত কাঁপে না। এরকম অজস্র উদাহরণ রয়েছে। এবার এরকমই একটি ঘটনা ঘটল একেবারে রাজধানীতে। একেবারে বোরখা পরে নিজের বাড়িতেই ডাকাতি করলেন ৩১ বছরের এক যুবতী। যদিও সুচারুভাবে পুরো কাজ সম্পন্ন করলেও পুলিশের হাত থেকে রেহাই মেলেনি। তবে তাঁর মুখে এই অপরাধ করার কারণ শুনে হতবাক হয়ে গিয়েছে পুলিশও।

পুলিশ জানায়, দিল্লির উত্তম নগরের বাসিন্দা ওই যুবতীর নাম শ্বেতা। তিনি বোরখা পরে নিজের বাড়ি থেকেই নগদ ২৫ হাজার টাকা এবং কয়েক লক্ষ টাকার সোনার গয়না চুরি করেছেন। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার, দুপুরে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতেই তাঁকে পাকড়াও করা হয়। তারপর পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকার করেন যুবতী।

পুলিশ জেরায় শ্বেতা জানিয়েছেন, তাঁর মা ছোট বোনকে খুব ভালবাসেন। সেই ঈর্ষা থেকেই তিনি নিজের বাড়িতে চুরি করেছেন। তবে এটা একমাত্র কারণ নয়। যুবতী আরও জানিয়েছেন, তাঁর কিছু টাকা ধার ছিল। সেই ধার পরিশোধের জন্য তিনি মায়ের কাছে টাকা চেয়েছিলেন। কিন্তু মেলেনি। এদিকে, বোনের বিয়ের জন্য তাঁর মা বেশ কিছু গয়না তৈরি করে রেখেছিলেন। তাই ধার পরিশোধের জন্য তিনি সেই বিয়ের গয়না এবং নগদ টাকা চুরি করতে বাধ্য হন।

পরিকল্পনা করেই শ্বেতা নিজের বাড়িতে চুরি করেন। পুলিশকে তিনি জানিয়েছেন, গত জানুয়ারি মাস থেকে তিনি আলাদা থাকতেন। গত ৩০ জানুয়ারি অর্থাৎ ঘটনার দিন সবজি কেনার নাম করে তিনি বাড়ির চাবি চুরি করে বেরিয়ে যান। তারপর পাবলিক টয়লেটে বোরখা পরে দুপুর ২টো নাগাদ তিনি বাড়িতে ঢোকেন। সেই সময় বাড়িতে কেউ ছিলেন না। তারপর বাড়ির মেন গেট খুলে ভিতরে ঢুকে আলমারির লকার খুলে নগদ টাকা ও গয়না নিয়ে পালিয়ে যান শ্বেতা।

এরপর মা যখন তাঁকে টাকা, গয়না চুরির কথা বলেন, তখন না জানার ভান করেন শ্বেতা। কালপিটকে ধরতে তাঁর মা পুলিশে অভিযোগ দায়ের করেন। তারপর তদন্তে নেমে সন্দেহবশত শ্বেতাকে ধরে পুলিশ। অবশেষে পুলিশি জেরায় সত্য ঘটনা স্বীকার করেন শ্বেতা। যা শুনে হতবাক হয়ে যায় তাঁর পরিবার থেকে পুলিশও।

Next Article