নয়া দিল্লি: যে কোনও সমস্যা বা প্রতিবাদ জানাতে দিয়ে রাস্তা অবরোধ, সরকারি বাস ভাঙচুর বা সরকারি সম্পত্তি নষ্ট করা রাজনৈতিক দল থেকে জনগণের অভ্যাসে পরিণত হয়েছে। তবে আর কথায়-কথায় এসব করা যাবে না। এর জন্য দশবার ভাবতে হবে। কেননা এব্যাপারে এবার কেন্দ্রীয় সরকারকে কড়া আইন আনার পরামর্শ দিয়েছে আইন কমিশন। এবার থেকে সরকারি সম্পত্তি নষ্ট করলে যেমন অতিরিক্ত ক্ষতিপূরণ দিতে হবে, তেমনই এই অপরাধে গ্রেফতার হলে জামিন পাওয়া সহজ হবে না।
সরকারি সম্পত্তি নষ্ট রোধে কেন্দ্রীয় সরকারকে বিশেষ পরামর্শ দিয়েছে বিচারপতি ঋতুরাজ অবস্থির নেতৃত্বে গঠিত আইন কমিশন। প্রিভেনশন অফ ড্যামেজ টু পাবলিক প্রপার্টি অ্যাক্টে সংশোধনীর আওতায় এব্যাপারে আইন মন্ত্রকে রিপোর্ট জমা দিয়েছে কমিশন। কমিশন বলেছে যে, যারা সরকারি সম্পত্তি নষ্ট করবে, তাদের সেই ক্ষতির সমান পরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে। তবেই তাদের জামিন দেওয়া উচিত। এরকম কড়া আইন আনলেই সরকারি সম্পত্তির নষ্ট করার প্রবণতা কমবে।
বর্তমানে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল কথায়-কথায় রাস্তা অবরোধ করে, সরকারি গাড়ি ভাঙচুর করে, সেক্ষেত্রে বিচারপতি ঋতুরাজ অবস্থির নেতৃত্বে গঠিত আইন কমিশনের সুপারিশ বিশেষ তাৎপর্যপূর্ণ। কমিশনের তরফে বলা হয়েছে, সংবিধানের সংশোধনের মাধ্যমে এই বিষয়ে নতুন আইন আনা উচিত।
কমিশনের তরফে আরও জানানো হয়েছে, যে সংগঠন বা দলের তরফে বিক্ষোভ প্রদর্শিত হবে, সেই দলের কর্মকর্তাদের অপরাধে প্ররোচনা দেওয়ার জন্য দোষী বলে গণ্য করা উচিত এবং আইনের অধীনে শাস্তি হওয়া উচিত। তাহলে সরকারি সম্পত্তি নষ্ট করার প্রবণতা কমবে।