দেরাদুন: ঘোষণার এক সপ্তাহের মধ্যেই কার্যকর। অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil code bill) বিল শীঘ্রই আসতে চলেছিল বলে ঘোষণা করেছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (CM Pushkar Singh Dhami)। রবিবারই সেই বিল মন্ত্রিসভায় পাশ হল। এবার এই বিলটি বিধানসভায় পেশ করার অপেক্ষা।
ধামি সরকারের তরফে জানানো হয়েছে, উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ মেনে রবিবার অভিন্ন দেওয়ানি বিধি বিলটি ইতিমধ্যে মন্ত্রিসভায় পাশ হয়েছে। নাগরিক আইনে অভিন্নতা নীতি আনার লক্ষ্যেই এই বিল আনা হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি, মঙ্গলবারই বিলটি বিধানসভায় পেশ করা হবে।
প্রসঙ্গত, গত সোমবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি অভিন্ন দেওয়ানি বিধি বিল শীঘ্রই রাজ্যে আসছে বলে ঘোষণা করেন। শুধু মৌখিক ঘোষণা নয়, বিলের খসড়া তৈরির জন্য রাজ্য প্রশাসনিক আধিকারিকদের নিয়ে উচ্চ পর্যায়ের একটি নতুন কমিটিও গঠন করেন। গত ২ ফেব্রুয়ারি রাজ্য সরকারের কাছে খসড়া প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল কমিটির। সেই মোতাবেকই উচ্চ পর্যায়ের কমিটির খসড়া প্রস্তাব গ্রহণ করে রবিবার সেটিতে অনুমোদন দিল ধামির মন্ত্রিসভা। এবার বিধানসভায় এই বিল পাশ হলেই সেটা আইনে পরিণত হবে। ২০২২ সালে ক্ষমতায় ফেরার পরই রাজ্যে এই আইন প্রবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন পুষ্কর সিং ধামি।
মূলত, বিবাহ, সম্পত্তির উত্তরাধিকার, দত্তক গ্রহণের মতো বিষয়গুলি নিয়ে গোটা দেশে একই আইন চালু করার কথা বলা হয়েছে সংবিধানে। বর্তমানে এই বিষয়গুলির বিচারের জন্য ধর্ম ভেদে আলাদা আইন রয়েছে। এই ভিন্ন ভিন্ন আইন বাতিল করে দেশে একই আইন হল অভিন্ন দেওয়ানি বিধি। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আইন প্রবর্তনের পক্ষে মত দিয়েছেন। তাঁর ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারতে’র দৃষ্টিভঙ্গি মেনেই রাজ্যে এই আইন প্রবর্তন করার পদক্ষেপ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।