Metro Suicide: স্টেশনে মেট্রো ঢুকতেই ঝাঁপ দিলেন মহিলা

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 13, 2023 | 6:37 PM

Delhi Metro: প্রসঙ্গত, কয়েক মাস আগেও মেট্রোয় আত্মহত্যার ঘটনা ঘটেছে। বছর ঊনিশের এক যুবতী মেট্রো থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাটি ঘটেছিল নয়ডা সিটি সেন্টারে। তবে কোনও ক্রমে রক্ষা প্রায় প্রায়। কিন্তু শরীরে যথেষ্ঠ চোট পান যুবতী।

Metro Suicide: স্টেশনে মেট্রো ঢুকতেই ঝাঁপ দিলেন মহিলা
প্রতীকী ছবি

Follow Us

দিল্লি: দিল্লি মেট্রোর সামনে আত্মহত্যার ঘটনা নতুন। আবারও সেই একই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, রবিবার এক প্রৌঢ়া চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।

ঘটনাটি ঘটেছে দিল্লির রাজৌরি গার্ডেন মেট্রো স্টেশনে। গতকাল দুপুর ১টা ১৫ লাগাদ একটি মেট্রো ট্রেন ঢুকছিল প্ল্যাটফর্মে। সেই সময় বছর চল্লিশের এক প্রৌঢ়া আচমকাই ঝাঁপ দেয় ট্রেনের সামনে।প্রসঙ্গত, কয়েক মাস আগেও মেট্রোয় আত্মহত্যার ঘটনা ঘটেছে। বছর ঊনিশের এক যুবতী মেট্রো থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাটি ঘটেছিল নয়ডা সিটি সেন্টারে। তবে কোনও ক্রমে রক্ষা প্রায় প্রাণ। কিন্তু শরীরে যথেষ্ঠ চোট পান যুবতী। বেশি রক্তক্ষরণ হয় তাঁর মাথায়। দ্রুত রেল আধিকারিকরা তাঁকে উদ্ধার করে ভর্তি করে হাসপাতালে।

তবে শুধু আত্মহত্যা নয়। বরবারই ঘটনাবহুল কর্মকাণ্ডের জন্য শিরোনামে থাকে এই মেট্রো-স্টেশন। কয়েক মাস আগে সেখানে ঘনিষ্ঠ অবস্থায় হাত ধরাধরি করে দাঁড়িয়ে ছিলেন এক যুগল। আর তাই দেখে ক্ষেপে লাল হলেন মধ্যবয়সী এক মহিলা। সর্বসমক্ষে গলা চড়িয়ে বিষয়টির প্রতিবাদ করেন তিনি। শুধু তাই নয়, মেট্রো থেকে নেমে যেতেও বলেন। সেই ঘটনাও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।

 

Next Article