নয়ডা: দীপাবলির রাতে অনেকেই রাস্তার মাঝখানে বাজি ফাটান। যাতে কোনও বহুতলে বা অন্য বাড়িতে আগুন লেগে না যায়, সেই ভাবনা থেকে অনেকেই রাস্তার মাঝে তুবড়ি, চড়কি, রকেট ফাটাতে পছন্দ করেন। গোটা ভারতেই এই দৃশ্য দেখা যায়। কিন্তু, রবিবার (১২ নভেম্বর) রাতে, নয়ডার রাস্তায় বাজি ফাটাতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক পরিবারের তিন সদস্যের। বাজি ফাটানোর সময়, ওই তিনজনকে পিষে দিল একটি লাল রঙের একটি গাড়ি। তাদের মধ্যে আবার এক নাবালিকাও রয়েছে। তবে, দুর্ঘটনায় কারও প্রাণ যায়নি। হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। তিন জনেরই অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নয়ডার ১১৯ নম্বর সেক্টরে অবস্থিত এলডেকো আমন্ত্রণ হাউজিং সোসাইটির বাইরে। আবাসনের বাইরের রাস্তায় দীপাবলি উপলক্ষে বাজি ফাটাচ্ছিলেন বেশ কিছু মানুষ। তাদের মধ্যে বাচ্চারও ছিল। রাস্তার মাঝখানে বিভিন্ন বাজিতে আগুন দিচ্ছিল তারা। আচমকা একটি সাদা রঙের ছাদওয়ালা লাল রঙের গাড়ি ছুটে আসে। কাউকে সরার সময় পর্যন্ত না দিয়ে, তাদের উপর দিয়েই চলে যায় গাড়িটি।
আবাসনের একটিবাড়ি থেকে বাজি ফাটানোর ভিডিয়ো তুলছিলেন এক ব্যক্তি। তার মোবাইল ফোনের ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েছে এই চাপা দিয়ে পালানোর ঘটনা। ভিডিয়োতে দেখা গিয়েছে, গাড়িটি থামার চেষ্টা পর্যন্ত করেনি। বরং, ইচ্ছাকৃতভাবেই জ্বলন্ত বাজি এবং মানুষের উপর দিয়ে চলে যায় গাড়িটি। কাজেই এই ঘটনাকে দুর্ঘটনা বলা যায় না। গাড়িটির চাকায় আটকে গিয়ে এক ব্যক্তি কিছুদূর ঘষটে এগিয়েও গিয়েছিলেন। আহতদের ওই অবস্থাতেই ফেলে চম্পট দেয় গাড়িটি।
दिवाली पर गौतमबुद्ध नगर में लाल कार ने मासूम बच्ची समेत 3 को कुचला pic.twitter.com/YNAjXbV60B
— Lavely Bakshi (@lavelybakshi) November 13, 2023
সঙ্গে সঙ্গে আহতদের কাছে ছুটে এসেছিলেন উপস্থিত অন্যান্যরা। আহত এক ব্যক্তিকে দেখা যায় সম্পূর্ণ সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে। সূত্রের খবর, আহতদের মধ্যে আছেন ৭২ বছর বয়সী প্রবীণ নাগরিক বিজয় কুমারও। এছাড়া আহত হয়েছেন তাঁর জামাই, ৪০ বছরের সৌরভ সিং এবং তাদের প্রতিবেশির আট বছরের মেয়ে। তিনজনকেই নয়ডার কৈলাস হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। আট বছরের মেয়েটি বিপদমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে, বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক।
थाना सेक्टर-113 नोएडा क्षेत्रांतर्गत एल्डिको सोसाइटी में हिट एंड रन का वायरल वीडियो की घटना के संबंध में ADCP नोएडा द्वारा दी गई बाइट। pic.twitter.com/eFnC7qrpkU
— POLICE COMMISSIONERATE GAUTAM BUDDH NAGAR (@noidapolice) November 13, 2023
এই ঘটনার প্রেক্ষিতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে আহতদের পরিবারবর্গ। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তারা দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছে। খুব তাড়াতাড়ি অভিযুক্তদের গ্রেফতার করা হবে। দুর্ঘটনায় যুক্ত গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হবে। ওই আবাসনে যে সিসিটিভি ক্যামেরাগুলি রয়েছে এবং দুর্ঘটনাস্থলের আশেপাশে যে সিসিচিভি ক্যামেরাগুলি লাগানো আছে, সেগুলি খতিয়ে দেখছে পুলিশ। মোবাইল ক্যামেরায় যে ভিডিয়োটি রেকর্ড হয়েছে, সেটি থেকে ঘাতক গাড়িটির নম্বর বের করার চেষ্টা করা হচ্ছে।