নয়া দিল্লি: পড়শি দেশ বাংলাদেশে উত্তপ্ত পরিস্থিতি। ক্রমশ বাড়ছে অশান্তি। আর সেই অশান্তির আঁচ এসে পড়ছে এ দেশেও। বাড়ছে অনুপ্রবেশের আশঙ্কা। এই পরিস্থিতিতে এবার বড় পদক্ষেপ। রাজধানীতে বাংলাদেশি চিহ্নিতকরণের লক্ষ্যে পদক্ষেপ দিল্লি পুলিশের। পরীক্ষা করা হচ্ছে নাগরিকত্ব। বেআইনিভাবে বসবাসকারী ধরা পড়লেই কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই জানিয়েছে পুলিশ।
দিল্লিতে অবৈধভাবে বসবাসকারী বহু মানুষ রয়েছেন।এদের মধ্য়ে বহু বাংলাদেশিও রয়েছেন। এই খবর পাওয়ার পরই নাগরিকত্ব পরীক্ষা করার করার নির্দেশ দিয়ে দিল্লির পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা।
নির্দেশ অনুযায়ী, উত্তরপূর্ব দিল্লির সীলমপুর-সহ বিভিন্ন জায়গায় তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ শুরু করেছে দিল্লি পুলিশ। মঙ্গলবার থেকেই এই তল্লাশি অভিযান শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় বসবাসকারীদের নথি খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।
#WATCH | Delhi Police officials carried out a special drive in the Kalindi Kunj area and checked the documents of people.
The LG Secretariat wrote to the Chief Secretary and Police Commissioner yesterday, asking them to initiate “strict action” against Bangladeshi migrants… https://t.co/39D7eaUfdE pic.twitter.com/ODY3fBzLwL
— ANI (@ANI) December 11, 2024
দরজায় দরজায় গিয়ে আধার কার্ড, ভোটার আইডি যাচাই করা হচ্ছে। সন্দেহভাজনদের তথ্য ভেরিফিকেশনের জন্য ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে পাঠানো হচ্ছে। আগামী দুই মাস এই অভিযান চলবে।
তথ্য যাচাইয়ের পাশাপাশি বাসিন্দাদের সঙ্গে সম্পূর্ণ কথাবার্তাও রেকর্ড করছে পুলিশ। কেউ কোনও ধরনের অশান্তি বা হিংসায় উসকানি দিচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে।
জানা গিয়েছে, মঙ্গলবার দিল্লি পুলিশ ৩২ জনের নথি সংগ্রহ করেছে। নিউ সীমাপুরীর বাসিন্দা এরা সকলে। বিস্তারিত যাচাইয়ের জন্য তাদের নথি সংগ্রহ করা হয়েছে। প্রয়োজনে ফের জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানা গিয়েছে।
দিল্লির কালিন্দি কুঞ্জ,, শাহিনবাগ, জামিয়া নগর সহ বিভিন্ন এলাকায় গিয়ে পুলিশ সাধারণ মানুষকে সতর্ক করছে ভুয়ো আধার কার্ড-ভোটার কার্ড নিয়ে। ভুয়ো নথি দেখিয়ে অনেকেই বাড়ি ভাড়া নেয়। সেই দিক থেকে তারা যেন সতর্ক থাকেন, তা বলা হচ্ছে।