Robin Hood: ধনীদের বাড়িতে ডাকাতি করে গরিবকে দান করেন! অবশেষে পুলিশের জালে দিল্লির ‘রবিন হুড’

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Aug 22, 2022 | 8:15 PM

Delhi Police: তিনি ডাকাতি করেন ধনীদের বাড়িতে। সেই লুঠের মালের কিছু জিনিস দিয়ে দেন এলাকার গরিবদের। এই কাজই তৈরি করেছে তাঁর অনুগামী।

Robin Hood: ধনীদের বাড়িতে ডাকাতি করে গরিবকে দান করেন! অবশেষে পুলিশের জালে দিল্লির ‘রবিন হুড’
প্রতীকী ছবি

Follow Us

নয়াদিল্লি: বয়স মাত্র ২৭ বছর। এই বয়সেই অপরাধের দুনিয়ান পোক্ত করেছেন নিজের অবস্থান। ডাকাত দলের সর্দার তিনি। তাঁর দলে ২৫ জন রয়েছে। বিভিন্ন এলাকা তাঁর নামে একাধিক মামলা রয়েছে। চুরি, ডাকাতি, খুনের চেষ্টার অভিযোগ রয়েছে. কিন্তু পুলিশ কিছুতেই ধরতে পারে না তাঁকে। তাঁর গতিবিধির খবর পেয়ে পুলিশ পৌঁছনোর আগেই সেখান থেকে হাপিস হয়ে যান। আসলে অনুগামীদের সাহায্যেই পুলিশ আসার খবর চলে যেত তাঁর কাছে। তাঁর অনুগামী থাকার কারণও রয়েছে যথেষ্ট। কারণ, তিনি ডাকাতি করেন ধনীদের বাড়িতে। সেই লুঠের মালের কিছু জিনিস দিয়ে দেন এলাকার গরিবদের। এই কাজই তৈরি করেছে তাঁর অনুগামী। যাঁরা পুলিশের হাত কেরে তাঁকে বাঁচতে সাহায্য করে। বছরের পর বছর পুলিশের চোখে ধুলো দিয়ে অবশেষে তাঁকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

দিল্লি পুলিশ জানিয়েছে, ডাকাতিতে অভিযুক্ত ওই যুবকের নাম ওয়াসিম আক্রম। লম্বু নামে এলাকায় পরিচিত তিনি। দিল্লির অভিজাত এলাকায় ধনীদের বাড়িই ছিল নিশানায়। ধনীদের বাড়ি থেকে গয়না, নগদ টাকা এবং দামি জিনিস লুঠ করতেন তিনি ও তাঁর অনুগামীরা। সেই লুঠের জিনিসের কিছু জিনিস তাঁরা দিত গরিবদের। পুলিশ জানিয়েছে, এই দানের জন্য আক্রমের প্রচুর অনুগামী ছিল। পুলিশের গতিবিধির থেকে তাঁরাই বার বার বাঁচিয়ে দিত আক্রমকে।

পুলিশ জানিয়েছে, আক্রম এক জন দাগী অপরাধী। তাঁর বিরুদ্ধে ১৬০টি অপরাধের অভিযোগ রয়েছে। চুরি, ডাকাতি ছাড়াও এর মধ্যে রয়েছে খুনের চেষ্টা, ধর্ষণের মতো অপরাধ। তাঁকে গ্রেফতারির জন্য একটি বিশেষ দল গঠন করে দিল্লি পুলিশ। তার পর শুক্রবার গ্রেফতার করা হয়েছে তাঁকে।

রবিবার দিল্লি পুলিশ জানিয়েছে, ইনস্পেক্টর শিব কুমারের নেতৃত্বাধীন একটি দল। আনন্দ বিহার স্টেশন থেকে গ্রেফতার করা হয় তাঁকে। গ্রেফতারির সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল এবং তিনটি গুলি উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Next Article