নয়া দিল্লি: যত দিন যাচ্ছে, ততই দিল্লির তরুণীর নৃশংস মৃত্যুর ঘটনায় বিস্ফোরক তথ্য মিলছে। হোটেল থেকে বেরোনোর আগে অঞ্জলির সঙ্গে তাঁর বান্ধবী নিধির টাকা নিয়ে বচসা হয়েছিল। বচসা থেকে দুজনের মধ্যে হাতাহাতিও হয়। শুক্রবার পুলিশি জেরায় একথা জানিয়েছেন সেদিন ঘটনাস্থলে উপস্থিত তাঁদের পুরুষ বন্ধু।
ঠিক কী ঘটেছিল?
ঘটনার বৃত্তান্ত দিয়ে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অঞ্জলি-নিধির ওই বন্ধু বলেন, “অঞ্জলি ওই রাতে আমাকে ৭ বার ডেকেছিল কিন্তু, আমি কোনও জবাব দিইনি। সে তখন আরেক বন্ধুকে আমার বাড়িতে পাঠায় আমাকে নিয়ে যাওয়ার জন্য। অতিরিক্ত জোর করায় আমি যাই। আমি সাড়ে ১১টা নাগাদ সেখানে পৌঁছই এবং দেখি অঞ্জলি ও নিধি পার্টি করছে। সেখানে আরও কয়েকজন ছিলেন। হোটেলের দুটো ঘর বুকিং হয়েছিল। বিয়ার নিয়ে তারা নিজেদের মধ্যে আনন্দ করছিল। তারপর দুজনের মধ্যে বচসা শুরু হলে তাল কাটে। নিধি তাঁর টাকা ফেরত দিতে বলে অঞ্জলিকে। তারপর তাঁরা হাতাহাতি শুরু করে। আমরা তাদের ছাড়াই এবং শান্ত করি। তার কিছুক্ষণ পর দুজনে বেরিয়ে যায়। এর পরদিন সন্ধ্যায় দুর্ঘটনার খবর আমি পাই।”
অঞ্জলি ও নিধির বন্ধুর এই বয়ান তরুণীর মৃত্যু-রহস্য যে আরও কিছু বাড়িয়ে দিল, তা বলা বাহুল্য। ইতিমধ্যে পুলিশি তদন্তে জানা গিয়েছে, অঞ্জলি গাড়ির চাকার নীচে পড়ে যাওয়া এবং চাকায় ঘষটে যাওয়ার ঘটনার সাক্ষ্য ছিলেন নিধি। কিন্তু, তিনি দৌড়ে পালিয়ে যান এবং প্রথমে ঘটনার কথা অস্বীকার করেন। কেন তিনি ঘটনার খবর পুলিশকে দেননি জিজ্ঞাসা করা হলে নিধি জানিয়েছেন, তিনি ভয় পেয়েছিলেন। আবার অভিযুক্তরা অঞ্জলী ও নিধির পূর্বপরিচিত বলেও পুলিশ সূত্রে খবর। সবমিলিয়ে, অঞ্জলীর মৃত্যুর ঘটনা নিছক দুর্ঘটনা কিনা তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনই নিধির দিকেও অভিযোগের আঙুল উঠছে।
প্রসঙ্গত, বর্ষবরণের রাতে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয় রাজধানী। ২০ বছরের অঞ্জলিকে গাড়ির চাকায় ঘষটে ১২ কিলোমিটার টেনে নিয়ে যাওয়া হয়। তারপর তাঁর দেহ যখন উদ্ধার হয়, তখন তাঁর পরণে কাপড় ছিল না। তাঁকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ তরুণীর মায়ের। যদিও প্রাথমিকভাবে ময়নাতদন্তের রিপোর্টে যৌন হেনস্থার কোনও প্রমাণ মেলেনি। ইতিমধ্যে ওই গাড়ির চালক সহ ঘটনার সময় গাড়িতে থাকা সকলকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।