পটনা: নব নিযুক্ত বিহারের উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব দলীয় সতীর্থ তথা মন্ত্রীদের জন্য এক ঝাঁক নতুন নির্দেশিকা জারি করেছেন। বিহারের নতুন সরকারে তেজস্বীর দল আরজেডির ১৬ জন মন্ত্রী রয়েছেন। নব নিযুক্ত মন্ত্রীদের বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতার ওপরই বেশি জোর দিতে চাইছেন তেজস্বী। শনিবার বিকেলের নিজেরে সোশ্যাল মিডিয়া প্রোফাইলে বেশ কিছু গুরুত্বপূর্ণ ছ’দফা নির্দেশিকা প্রকাশ করেছেন লালু প্রসাদ যাদবের কনিষ্ঠ পুত্র। রাজনৈতিক বিশেষজ্ঞদর মতে শুরু থেকেই কঠোর হাতে রাশ ধরতে চাইছেন তেজস্বী। লালু-পুত্রের নির্দেশিকা গুলি এক নজরে দেখে নেওয়া যাক…
রাজনৈতির বিশেজ্ঞদের মতে, এই নির্দেশিকাগুলির মাধ্যমে প্রথম থেকেই নিজেদের ভাবমূর্তি মেরামত করতে চাইছেন তেজস্বী। উল্লেখ্য, বিহারে সম্প্রতি রাজনৈতিক পালাবদল হয়েছে। বিজেপি-নীতীশ জোটে বিগত কয়েকমাস ধরেই নানা সমস্যা দেখা দিয়েছিল। ঘনিষ্ঠ মহলে নীতীশ কুমার জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ষড়যন্ত্রে বিহারেও মহারাষ্ট্র মডেল বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। তড়িঘড়ি বিজেপির সঙ্গে জোট ছেড়ে বেরিয়ে এসে আরজেডি, কংগ্রেস ও অন্যান্য দলগুলির সমর্থন নিয়ে সরকার তৈরি করেন নীতীশ।