AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Electoral Bond: নির্বাচনী বন্ড থেকে কার ঘরে কত টাকা ঢুকেছে? প্রকাশ্যে এল তৃণমূল-বিজেপি সবার তথ্য…

Electoral Bond: স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার থেকে দেওয়া তথ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই তথ্য অনুযায়ী, লাভবান দলের দিক থেকে প্রথমেই রয়েছে বিজেপি। বিজেপির মতো সর্বভারতীয় দল যেমন তালিকায় রয়েছে, আঞ্চলিক দলও কিন্তু পিছিয়ে নেই। জাতীয় নির্বাচন কমিশন থেকে প্রকাশ্যে আনা তথ্যের হিসেব অনুযায়ী, দ্বিতীয় সবথেকে লাভবান দলই হল তৃণমূল কংগ্রেস।

Electoral Bond: নির্বাচনী বন্ড থেকে কার ঘরে কত টাকা ঢুকেছে? প্রকাশ্যে এল তৃণমূল-বিজেপি সবার তথ্য...
নির্বাচনী বন্ডImage Credit: TV9 Bangla
| Updated on: Mar 15, 2024 | 12:05 AM
Share

নয়া দিল্লি: কোন দল নির্বাচনী বন্ডে কত টাকা পেয়েছে, সব তথ্য এবার জনসমক্ষে আনল জাতীয় নির্বাচন কমিশন। কোন দলের কতটা লক্ষ্মীলাভ হয়েছে ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে, সব তথ্য এবার প্রকাশ্যে। কোন কোন দল নির্বাচনী বন্ড থেকে সবথেকে বেশি লাভবান হয়েছে, জানলে চমকে যাবেন। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার থেকে দেওয়া তথ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই তথ্য অনুযায়ী, লাভবান দলের দিক থেকে প্রথমেই রয়েছে বিজেপি। বিজেপির মতো সর্বভারতীয় দল যেমন তালিকায় রয়েছে, আঞ্চলিক দলও কিন্তু পিছিয়ে নেই। জাতীয় নির্বাচন কমিশন থেকে প্রকাশ্যে আনা তথ্যের হিসেব অনুযায়ী, দ্বিতীয় সবথেকে লাভবান দলই হল তৃণমূল কংগ্রেস। অর্থাৎ, কংগ্রেসের মতো সর্বভারতীয় দলের থেকেও বেশি লক্ষ্মীলাভ হয়েছে তৃণমূলের।

বৃহস্পতিবার যে তথ্য ও পরিসংখ্যান প্রকাশ্যে আনা হয়েছে, তা অনুযায়ী ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে বিজেপির ঘরে ঢুকেছে ৬ হাজার ৬১ কোটি টাকা। তৃণমূলও খুব একটা পিছিয়ে নেই। নির্বাচনী বন্ডের থেকে তৃণমূলের লক্ষ্মীলাভ হয়েছে ১ হাজার ৬১০ কোটি টাকা। তৃতীয় সর্বাধিক লাভবান দল কংগ্রেস। কংগ্রেসের ঘরে নির্বাচনী বন্ডের মাধ্যমে ঢুকেছে ১ হাজার ৪২২ কোটি টাকা। এই গেল সবথেকে বেশি লাভবান তিন দলের কথা। এছা আরও বেশ কিছু আঞ্চলিক রাজনৈতিক দলও দারুণভাবে লাভবান হয়েছে।

যেমন, হাজার কোটির গ্রুপে রয়েছে তেলঙ্গানার কে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতিও। কেসিআরের দলের নির্বাচনী বন্ড থেকে লক্ষ্মীলাভ হয়েছে ১ হাজার ২১৫ কোটি টাকা। পিছিয়ে নেই ওড়িশার নবীন পট্টনায়েকের দলও। নবীন পট্টনায়েকের বিজু জনতা দল (বিজেডি) ইলেক্টোরাল বন্ড থেকে পেয়েছে ৭৭৬ কোটি টাকা। এছাড়া, ডিএমকে, শিবসেনা, তেলুগু দেসম পার্টি, ওয়াইএসআর কংগ্রেস, আম আদমি পার্টি, এনসিপি, জেডিইউ, আরজেডি, সমাজবাদী পার্টির মতো দলগুলিও নির্বাচনী বন্ড থেকে কম-বেশি লক্ষ্মীলাভ করেছে।