WITT 2025: ভারতের কি কমনওয়েলথ থেকে নিজেকে সরিয়ে নেওয়া উচিত? বাগেশ্বর বাবা জানালেন…

Mar 29, 2025 | 1:50 PM

WITT 2025: পণ্ডিত ধীরেন্দ্র শাস্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল 'যখন আপনি হিন্দু রাষ্ট্রের কথা বলেন, তখন কি ভারতের কমনওয়েলথ গ্রুপ ত্যাগ করা উচিত?

WITT 2025: ভারতের কি কমনওয়েলথ থেকে নিজেকে সরিয়ে নেওয়া উচিত? বাগেশ্বর বাবা জানালেন...

Follow Us

চলছে TV9 নেটওয়ার্কের মেগা সম্মেলন What India Thinks Today-এর তৃতীয় সংস্করণ। আজ তার দ্বিতীয় এবং শেষ দিন। শেষ দিনে বহু মান্যগণ্য অতিথিদের সঙ্গেই উপস্থিত ছিলেন বাগেশ্বর ধামের পণ্ডিত ধীরেন্দ্র শাস্ত্রী ওরফে বাগেশ্বর বাবা। সম্মেলনে উপস্থিত হয়ে যে কোনও প্রশ্নের খোলামেলা উত্তর দেন তিনি। মোঘল শাসনের ঔরঙ্গজেব থেকে ব্রিটিশ শাসনের নিষ্ঠুরতা অকপটে জবাব দিয়েছেন তিনি। মুখ খুলেছেন হিন্দু রাষ্ট্র নিয়েও।

পণ্ডিত ধীরেন্দ্র শাস্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল ‘যখন আপনি হিন্দু রাষ্ট্রের কথা বলেন, তখন কি ভারতের কমনওয়েলথ গ্রুপ ত্যাগ করা উচিত? ব্রিটিশরা অনেক অত্যাচার ও নিপীড়ন করেছে, ভারতের তার প্রতিবাদে কমনওয়েলথ গ্রুপ থেকে সরে আসা উচিত?’

এই প্রশ্নের উত্তরে নিজস্ব স্টাইলে বাগেশ্বর বাবা বলেন ভারতের কমনওয়েলথ গ্রুপে থাকাই সঠিক। তিনি বলেন, “যেসব জায়গায় ব্রিটিশরা আমাদের উপর অত্যাচার করেছিল, আমরা বারবার সেগুলোর উন্নতি করছি। ভারত পুনর্গঠন হচ্ছে, ভারতে অনেক ধরণের পরিবর্তন চলছে। কমনওয়েলথ একটি আন্তর্জাতিক নিয়ম, দেশের অগ্রগতির জন্য, এশিয়ার অগ্রগতির জন্য, এতে কেবল একটি দেশ নয়, অন্যান্য দেশও রয়েছে। বর্তমানে ব্রিটিশরাও বুঝতে পেরেছে যে ভারতকে অত্যাচার করে তারা ভুল করেছিল এবং তারা তা সংশোধনও করছে।”

ছত্রপতি শিবাজি এবং তাঁর সন্তান সম্ভাজিকে নিয়েও মুখ খোলেন ধীরেন্দ্র শাস্ত্রী। তিনি বলেন, “ছত্রপতি বীর শিবাজি এবং সম্ভাজি এই দেশে মহান। কিন্তু ঔরঙ্গজেব বা তাঁর পরিবার কখনও এটা মেনে নেয়নি। এই দেশে বাবর, আকবর এবং ঔরঙ্গজেব মহান নন, রঘুবর মহান। ছত্রপতি বীর শিবাজি এবং সম্ভাজি এই দেশে মহান। স্বামী বিবেকানন্দ এই দেশে মহান।”

Next Article