AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Parliament Winter Session: ‘বাঙালি তো…অত হিন্দি বুঝি না’, নির্মলাকে খোঁচা সৌগতর! ‘অনুবাদ’ আক্রমণ অর্থমন্ত্রীর

Sougata Roy vs Nirmala Sitharaman: তিনি বলেন, 'নির্মলা সীতারামনও হিন্দিতে ভাষণ দিলেন। আমি তো বাঙালি, উনি ঠিক কী বলে গেলেন সবটা আমি বুঝতে পারিনি। আমরা তো ওত হিন্দির সড়গড় নই।' তৎক্ষণাৎই তৃণমূল সাংসদকে সংসদ অ্য়াপে চোখ বুলিয়ে নেওয়ার পরামর্শ দেন স্পিকার জগদম্বিকা পাল। তিনি বলেন, 'সংসদ অ্য়াপে ওনার ভাষণ দেওয়া রয়েছে। আপনি সেখান থেকে চোখ বুলিয়ে নিতে পারেন।'

Parliament Winter Session: 'বাঙালি তো...অত হিন্দি বুঝি না', নির্মলাকে খোঁচা সৌগতর! 'অনুবাদ' আক্রমণ অর্থমন্ত্রীর
বাঁদিকে নির্মলা সীতারামন, ডানদিকে সৌগত রায়Image Credit: PTI
| Updated on: Dec 04, 2025 | 8:19 PM
Share

নয়াদিল্লি: বাঙালি তাই হিন্দি বোঝেন না। লোকসভায় দাঁড়িয়ে ‘বাংলা-বাঙালি’ ইস্যুতেই শান দিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। খোঁচা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। সঙ্গে-সঙ্গে ক্ষেপে গেলেন নির্মলা। মনে করালেন ‘অনুবাদক ব্যবহারের কথা’। বৃহস্পতিবার লোকসভায় ‘স্বাস্থ্য সুরক্ষা এবং জাতীয় সুরক্ষা কর’ বিল পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিলের বিষয়ে সংসদে ভাষণ দিতে গিয়ে হিন্দিতেই কথা বলেন তিনি।

এরপরই বাঁধে তরজা। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাষণ শেষ হতেই ‘কিছুই বুঝতে পারেননি’ বলে দাবি করেন তৃণমূল সাংসদ সৌগত রায়। ইংরেজিতে তিনি বলেন, ‘নির্মলা সীতারামনও হিন্দিতে ভাষণ দিলেন। আমি তো বাঙালি, উনি ঠিক কী বলে গেলেন সবটা আমি বুঝতে পারিনি। আমরা তো ওত হিন্দির সড়গড় নই।’ তৎক্ষণাৎই তৃণমূল সাংসদকে সংসদ অ্য়াপে চোখ বুলিয়ে নেওয়ার পরামর্শ দেন স্পিকার জগদম্বিকা পাল। তিনি বলেন, ‘সংসদ অ্য়াপে ওনার ভাষণ দেওয়া রয়েছে। আপনি সেখান থেকে চোখ বুলিয়ে নিতে পারেন।’

যার পাল্টা সৌগত বলেন, ‘আমি তো বাঙালি, তাই বাঙালিই থাকব।’ এরপরই চটে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রী। একযোগে আক্রমণ করেন তিনি। নির্মলা বলেন, ‘আমি হিন্দিতে কথা বলতে পারি, তামিলে বলতে পারি, তেলেগু ভাষাতেও বলতে পারি। আবার চাইলে ইংরেজিতেও বলতে পারি। কিন্তু এই নিয়ে সাংসদের এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন কী রয়েছে? এখানে তো অনুবাদ প্রযুক্তির ব্যবস্থা রয়েছে। উনি তো চাইলেই সেই অনুবাদ ব্য়বহার করে শুনে নিতে পারতেন।’ অর্থমন্ত্রীর সংযোজন, ‘আসলে কিছুই নয়। উনি বিলটা পড়েই আসেননি। তাই আমাদের আলোচনার অভিমুখ ঘোরানোর চেষ্টা করছেন। আমি এই নিয়ে ঘোর আপত্তি জানাচ্ছি।’