Job Opportunities for Women: মেয়েদের জন্য চাকরির দরজা খুলেছে ২০২৫-এ, কোন কোন ক্ষেত্রে মিলছে বেশি সুযোগ, জেনে রাখুন
Job Opening: সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে তথ্য প্রযুক্তি বা আইটি, ব্যাঙ্কিং, ফিন্যান্সিয়াল সার্ভিস ও ইন্সুরেন্স, উৎপাদন এবং স্বাস্থ্যক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে চলেছে। প্রযুক্তি পরিচালিত ক্ষেত্রগুলিতে মহিলাদের কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ছে।

নয়া দিল্লি: বদলে যাচ্ছে চাকরির বাজার। তৈরি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ। আর এতে প্রাধান্য পাচ্ছে মেয়েরাই। গত বছরের তুলনায় ২০২৫ সালে মহিলাদের চাকরির সুযোগ ৪৮ শতাংশ বৃদ্ধি পাবে, এমন তথ্যই উঠে এসেছে ‘ফাউন্ডইট’ (foundit)-র সমীক্ষায়। কোন কোন ক্ষেত্রে মহিলাদের জন্য বাড়ছে সুযোগ, দেখে নিন-
সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে তথ্য প্রযুক্তি বা আইটি, ব্যাঙ্কিং, ফিন্যান্সিয়াল সার্ভিস ও ইন্সুরেন্স, উৎপাদন এবং স্বাস্থ্যক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে চলেছে। প্রযুক্তি পরিচালিত ক্ষেত্রগুলিতে মহিলাদের কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ছে বলেই জানান সংস্থার ভিপি-মার্কেটিং অনুপমা ভিমরাজকা।
তিনি বলেন, “ওয়ার্ক ফ্রম অফিসে ৫৫ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে। এতে বোঝা যাচ্ছে, কর্মীদের নিয়ে সংস্থার পরিকল্পনা ফের বদলাচ্ছে। বেতনের ভারসাম্য এবং কাজের সুযোগে এখনও তারতম্য থাকলেও, ২০২৫ সালে মহিলাদের কাজে অন্তর্ভুক্তি তুলনামূলকভাবে অনেকটাই বেড়েছে।”
সমীক্ষার তথ্যে জানা গিয়েছে, চাকরির ক্ষেত্রে নবাগতারা অনেক বেশি প্রাধান্য় পাচ্ছে। একদম নবাগত থেকে ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্নদের জন্য ৫৩ শতাংশ কর্মসংস্থানের সুযোগ রয়েছে, ৪ থেকে ৬ বছরের অভিজ্ঞতা সম্পন্নদের জন্য ৩২ শতাংশ কাজের সুযোগ রয়েছে। ৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতা সম্পন্নদের কাজের সুযোগ তুলনামূলকভাবে অনেকটাই কম, ১১ শতাংশ। ১১ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা সম্পন্নদের জন্য মাত্র ২ শতাংশ কাজের সুযোগ এবং ১৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্নদের জন্য ১ শতাংশ কাজের সুযোগ রয়েছে।
কর্মক্ষেত্রে ২৫ শতাংশ চাকরিই রয়েছে নবাগত মহিলাদের জন্য। বিশেষ করে তথ্য প্রযুক্তি, মানব সম্পদ ও মার্কেটিং ক্ষেত্রে মহিলাদের চাকরির বেশি সুযোগ রয়েছে।





