Sougata Roy: আচমকাই ঘামতে শুরু করেন, অসুস্থ সৌগতকে ভর্তি করা হল হাসপাতালে, এখন কেমন আছেন সাংসদ?

Jyotirmoy Karmokar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 10, 2025 | 9:01 PM

Sougata Roy: জানা গিয়েছে, এ দিন হঠাৎই সংসদে অসুস্থতা বোধ করছিলেন সৌগত রায়। কোমরে চোট রয়েছে তাঁর। বেল্ট পরে না আসায় কোমরে ব্যথা বাড়ছিল দমদমের এই সাংসদের। বিকেলের দিকে ঘামতে থাকায় তাঁকে অ্যাম্বুলেন্সে করে সংসদের অ‍্যানেক্সে ভবনে নিয়ে যাওয়া হয় ডাক্তার দেখানোর জন‍্য।

Sougata Roy: আচমকাই ঘামতে শুরু করেন, অসুস্থ সৌগতকে ভর্তি করা হল হাসপাতালে, এখন কেমন আছেন সাংসদ?
সৌগত রায়, সাংসদ
Image Credit source: Facebook

Follow Us

নয়া দিল্লি: অসুস্থ দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। সোমবার লোকসভা অধিবেশন থেকে বেরনোর সময়ই অসুস্থতা অনুভব করেন তিনি। আচমকা প্রচণ্ড ঘামতে শুরু করেন। দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আরএল হাসপাতালে। বর্তমান স্থিতিশীল তাঁর অবস্থা।

জানা গিয়েছে, এ দিন হঠাৎই সংসদে অসুস্থতা বোধ করছিলেন সৌগত রায়। কোমরে চোট রয়েছে তাঁর। বেল্ট পরে না আসায় কোমরে ব্যথা বাড়ছিল দমদমের এই সাংসদের। বিকেলের দিকে ঘামতে থাকায় তাঁকে অ্যাম্বুলেন্সে করে সংসদের অ‍্যানেক্সে ভবনে নিয়ে যাওয়া হয় ডাক্তার দেখানোর জন‍্য।

হাসপাতাল সূত্রে খবর,আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি। আরএমএল হাসপাতালে কার্ডিওলজিস্ট দেখেছেন তাঁকে। ইসিজি রিপোর্ট স্বাভাবিক এসেছে বলে খবর। তবে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা করা হবে তাঁর। সাংসদকে সর্বক্ষণ চোখে-চোখে রাখছেন চিকিৎসকরা। বর্তমানে তাঁর সঙ্গে হাসপাতালে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়,জুন মালিয়া, প্রতিমা মণ্ডল,আবু তাহেররা।

উল্লেখ্য, এ দিন সংসদে বাজেট অধিবেশনের ‘জিরো’ আওয়ারে ‘ভূতুড়ে’ ভোটার নিয়ে সরব হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তখন যোগ দিয়েছিলেন সৌগতও। তৃণমূলের দাবি, এর দায় নির্বাচন কমিশনের। সুর চড়ান দমদমের সাংসদ। সংসদ কক্ষে শুরু হয় হই-হট্টোগোল। এরই মধ্যেই আচমকাই অসুস্থ হয়ে পড়েন সৌগত রায়।

Next Article