মুম্বই : জমি কেলেঙ্কারিতে এবার ফাঁপরে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত (Sanjay Raut)। ১০৩৪ কোটি টাকার কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে এবার শিবসেনা সাংসদের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। ইডি অফিসাররা মঙ্গলবার সাংসদের আলিবাগের আটটি জমি এবং মুম্বইয়ের দাদর এলাকার একটি ফ্ল্যাট বাজেয়াপ্ত করেছে। আর্থিক দুর্নীতি দমন আইনের আওতায় সঞ্জয় রাউত ও তাঁর পরিবারের এই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে ঘটনার প্রতিক্রিয়ায় শিবসেনা সাংসদ জানিয়েছেন, তিনি ভীত নন এবং লড়াই চালিয়ে যাবেন এবং সত্য সবার সামনে নিয়ে আসবেন। বলেন, “আমি ভয় পাইনি। আমার সম্পত্তি বাজেয়াপ্ত করার, আমাকে গুলি করার বা জেলে পাঠানোর ভয় নেই আমার। সঞ্জয় রাউত বালাসাহেব ঠাকরের অনুগামী এবং একজন শিব সেনা। তাদের লাফাতে দিন, আমি চুপ করে বসে থাকব না। সত্যের জয় হবে।”
#WATCH “… I’m not one to get scared, seize my property, shoot me, or send me to jail, Sanjay Raut is Balasaheb Thackeray’s follower & a Shiv Sainik, he’ll fight & expose everyone. I’m not one to stay quiet, let them dance. The truth will prevail”: Shiv Sena leader Sanjay Raut pic.twitter.com/UzIdBKN9mc
— ANI (@ANI) April 5, 2022
চলতি বছরের ফেব্রুয়ারিতে, ইডি এই সংক্রান্ত মামলায় প্রভিন রাউত নামে মহারাষ্ট্রের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল। পরে চার্জশিটও দাখিল করা হয়েছিল। এর আগে, ইডি সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষা রাউতকে পিএমসি ব্যাঙ্ক জালিয়াতির মামলার সঙ্গে যুক্ত অন্য একটি আর্থিক দুর্নীতির মামলা এবং প্রভিন রাউতের স্ত্রী মাধুরীর সঙ্গে তাঁর যোগাযোগের কথা শোনা যাচ্ছিল, সেই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। সঞ্জয় রাউত ছাড়াও বাকি যাদের যাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তাঁরা হলেন ব্যবসায়ী প্রভিন রাউত এবং সঞ্জয় রাউতের ঘনিষ্ঠ সুজিত পাটকরের স্ত্রী স্বপ্না পাটকর।
হাউজিং ডেভেলপমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গুরুআশিস কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। তাদের একটি প্লটের ফ্লোর স্পেস ইনডেক্সে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ প্রভিনের বিরুদ্ধে। এই প্রভিন, ওই কনস্ট্রাকশন সংস্থার এক ডিরেক্টর।
আরও পড়ুন : Youtube Channels Blocked: ইউক্রেন পরিস্থিতি নিয়ে ভুয়ো খবর! ব্লক হল ২২ ইউটিউব চ্যানেল