নয়াদিল্লি: মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে টাকা উদ্ধারের বিষয়ে নির্বাচন কমিশনকে জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কমিশনের নতুন নিয়ম অনুযায়ী, কোনও কেন্দ্রীয় এজেন্সি ১০ লক্ষ টাকার বেশি উদ্ধার করলে তা নির্বাচন কমিশনকে জানাতে হবে। সেই নিয়ম মেনেই কমিশনকে মন্ত্রীর থেকে উদ্ধার হওয়া টাকার বিষয়ে জানাল ইডি।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে গত শুক্রবার ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে যায় ইডির একটি টিম। বোলপুরে তাঁর ঠিকানায় হানা দেন তদন্তকারীরা। প্রায় ১৪ ঘণ্টার তল্লাশি শেষে মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয় ৪১ লক্ষ টাকা।
একইসঙ্গে মন্ত্রীর মোবাইলটিকে বাজেয়াপ্ত করা হয়। সেই মোবাইলটিকে পরীক্ষার জন্য সিএফএসএলে পাঠানো হয়। ইডি সূত্রে খবর, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া কুন্তল ঘোষের সূত্র ধরেই উঠে আসে চন্দ্রনাথের নাম। কুন্তলের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০০ জন চাকরিপ্রার্থীর একটি তালিকা পায় তদন্তকারীরা। এর হাত ধরেই উঠে আসে রাজ্যের এই মন্ত্রীর নাম।