Arvind Kejriwal: ফের নতুন বছরে কেজরীবালকে ইডি-র তলব, এবার হাজিরা না দিলে কী হতে পারে?

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 22, 2023 | 9:22 PM

Delhi liquor policy case: ২১ ডিসেম্বর, বৃহস্পতিবার অরবিন্দ কেজরীবালকে দ্বিতীয়বারের জন্য তলব করেছিল ইডি। কিন্তু, বর্তমানে তিনি বিপাসনা অনুষ্ঠানে যোগ দিতে পঞ্জাবের হোসিয়ারপুরে রয়েছেন। এটা তাঁর পূর্ব নির্ধারিত ছিল বলে আপ-এর তরফে জানানো হয়েছে। ফলে ইডি-র ডাকে হাজিরা দিতে পারেননি। সেই দিন পেরোনোর ২৪ ঘণ্টার মধ্যেই কেজরীবালকে তৃতীয়বার তলব করে নোটিস পাঠাল ইডি।

Arvind Kejriwal: ফের নতুন বছরে কেজরীবালকে ইডি-র তলব, এবার হাজিরা না দিলে কী হতে পারে?
অরবিন্দ কেজরীবাল। ফাইল ছবি।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: প্রথমবারের পর দ্বিতীয়বারও ইডি তলব এড়িয়ে গিয়েছেন। কিন্তু, রেহাই নেই। ফের দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার আগামী ৩ জানুয়ারি কেজরীবালকে তলব করেছে ইডি। দিল্লি আবগারি দুর্নীতি মামলাতেই তাঁকে তলব করা হয়েছে। প্রথম দু-বার ইডি-র ডাক এড়িয়ে গেলেও এবার দিল্লির মুখ্যমন্ত্রীর তলব এড়িয়ে যাওয়া দুষ্কর বলে সূত্রের খবর।

ইডি সূত্রে খবর, ২১ ডিসেম্বর, বৃহস্পতিবার অরবিন্দ কেজরীবালকে দ্বিতীয়বারের জন্য তলব করেছিল ইডি। কিন্তু, বর্তমানে তিনি বিপাসনা অনুষ্ঠানে যোগ দিতে পঞ্জাবের হোসিয়ারপুরে রয়েছেন। এটা তাঁর পূর্ব নির্ধারিত ছিল বলে আপ-এর তরফে জানানো হয়েছে। ফলে ইডি-র ডাকে হাজিরা দিতে পারেননি। সেই দিন পেরোনোর ২৪ ঘণ্টার মধ্যেই কেজরীবালকে তৃতীয়বার তলব করে নোটিস পাঠাল ইডি। এবার আগামী ৩ জানুয়ারি অরবিন্দ কেজরীবালকে তলব করা হয়েছে। এই নিয়ে তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবারও যদি তিনি তলবে সাড়া না দেন তাহলে কেজরীবালের বিরুদ্ধে ইডি জামিন অযোগ্য ওয়ারেন্ট চাইতে পারে।

প্রসঙ্গত, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন কেজরীর প্রাক্তন ডেপুটি মণীশ সিসোদিয়া, আপ নেতা সঞ্জয় সিং। তারপর গত ২ নভেম্বর একই মামলায় প্রথমবার অরবিন্দ কেজরীবালকে তলব করে ইডি। সেই সময় বিধানসভা নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকার কথা জানিয়ে হাজিরা দিতে যাননি কেজরী। তাঁকে ইডি-র তলব করার ঘটনা রাজনৈতিক ষড়যন্ত্র বলেও কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় আপ। তারপর গত ২১ ডিসেম্বর তলব করে ফের দিল্লির মুখ্যমন্ত্রীকে নোটিস দেয় ইডি। কিন্তু, সেটাও এড়িয়ে গিয়েছেন আপ সুপ্রিমো।

Next Article