Ayodhya Ram Temple: রামমন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় প্রবেশের জন্য জারি নির্দেশিকা, যাওয়ার প্ল্যান থাকলে জেনে নিন নিয়ম

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 22, 2023 | 8:46 PM

Ram Temple guests: রামমন্দির ট্রাস্টের সচিব চম্পত রাই জানান, দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪ হাজার সন্ন্যাসী-সহ ৮০০০ অতিথি রাম মন্দিরের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে আসবেন। অতিথিদের মধ্যে শিল্পপতি, রাজনীতিক, বৈজ্ঞানিক, অভিনেতা-অভিনেত্রী, সেনা আধিকারিক-সহ অনেকে রয়েছেন।

Ayodhya Ram Temple: রামমন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় প্রবেশের জন্য জারি নির্দেশিকা, যাওয়ার প্ল্যান থাকলে জেনে নিন নিয়ম
অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের দিকে তাকিয়ে কেবল দেশ নয়, গোটা বিশ্ব। সোমবার দুপুরে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Image Credit source: TV9 Bharatvarsh

Follow Us

অযোধ্যা: দীর্ঘ প্রতীক্ষিত অযোধ্যার রামমন্দির (Ram Temple) উদ্বোধনের হাতে গোনা আর মাত্র একমাস বাকি। আগামী ২২ জানুয়ারি মন্দিরের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই সকলের জন্য খুলে দেওয়া হবে অযোধ্যার রামমন্দিরের দ্বার। বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার দিন বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রামমন্দিরে। আর সেই অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছে রাজনীতিক, সেলিব্রিটি, ক্রিকেটার থেকে দেশ-বিদেশের কয়েক হাজার বিশিষ্ট অতিথিকে। আবার আমন্ত্রিত নন, এমন অনেকেও ওই অনুষ্ঠানে সামিল হতে অযোধ্যায় (Ayodhya) যাচ্ছেন। কিন্তু, সেদিন অযোধ্যায় প্রবেশে বিশেষ নির্দেশিকা জারি করেছে প্রশাসন। বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার দিন কারা মন্দিরে প্রবেশ করতে পারবেন তা স্পষ্ট করে দেওয়া হয়েছে।

রামমন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে, আগামী ২২ জানুয়ারি বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ দেশ-বিদেশের বহু বিশিষ্ট ব্যক্তি রাম মন্দিরে উপস্থিত থাকবেন। সেজন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা কর হয়েছে। সকলের নিরাপত্তা ও সুরক্ষার জন্যই সেদিন রাম মন্দিরে প্রবেশের ক্ষেত্রে বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে।

প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, অযোধ্যার বাসিন্দা নন, এমন কেউ সেদিন শহরে প্রবেশ করতে চাইলে অবশ্যই সঙ্গে রামমন্দির উদ্বোধনের আমন্ত্রণপত্র থাকতে হবে। এছাড়া যাঁরা ট্রাস্ট বা প্রশাসনের তরফে পাশ পেয়েছেন, যেমন নিরাপত্তা-সহ বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত আধিকারিকদের রামমন্দিরে সেদিন ডিউটি রয়েছে, তাঁরাই শহরে প্রবেশ করতে পারবেন। এপ্রসঙ্গে উল্লেখ্য, বিপুল সংখ্যক যাত্রীদের অযোধ্যায় নিয়ে আসার জন্য সেদিন শতাধিক বিমান শহরে প্রবেশ করবে। তবে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে অনেক ‘ছদ্মবেশী’ মানুষও আসতে পারেন। তাই সেদিন শহরের সমস্ত হোটেল, ধর্মশালার আগাম বুকিং বাতিল করে দেওয়া হয়েছে।

আমন্ত্রিত অতিথিদের সুবিধার জন্য রামমন্দির কর্তৃপক্ষের তরফে অযোধ্যার ডিজিটাল ট্যুরিস্ট মানচিত্র প্রস্তুত করা হচ্ছে। যেটির মাধ্যমে অযোধ্যার বিশেষ স্থান থেকে অতিথিদের জন্য সমস্ত সুবিধার বন্দোবস্ত করা হয়েছে।

রামমন্দির ট্রাস্টের সচিব চম্পত রাই জানান, দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪ হাজার সন্ন্যাসী-সহ ৮০০০ অতিথি রাম মন্দিরের বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে আসবেন। অতিথিদের মধ্যে শিল্পপতি, রাজনীতিক, বৈজ্ঞানিক, অভিনেতা-অভিনেত্রী, সেনা আধিকারিক-সহ অনেকে রয়েছেন।

Next Article