রেজাল্ট পছন্দ না হলে EVM পরীক্ষার আবেদন করা যাবে, বড় সিদ্ধান্ত কমিশনের

Pradipto Kanti Ghosh | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 29, 2024 | 2:22 PM

Election Commission of India: ভোটের ফল প্রকাশের পর ইভিএম পরীক্ষার আবেদন করতে পারবেন প্রার্থী। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা প্রার্থীরা এই আবেদন করতে পারবেন কমিশনের কাছে। এর জন্য নির্দিষ্ট অঙ্কের টাকা ও অভিযোগোর বয়ান।

রেজাল্ট পছন্দ না হলে EVM পরীক্ষার আবেদন করা যাবে, বড় সিদ্ধান্ত কমিশনের
ইভিএম পরীক্ষা করার আবেদন করতে পারবেন প্রার্থীরা।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের শেষ লগ্নে এসে ফের ইভিএম নিয়ে বিতর্ক। শাসক হোক বা বিরোধী, বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতারা ইভিএম কারচুপির অভিযোগ তুলেছেন। এবার ইভিএম কারচুপি বিতর্কের মাঝেই নয়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। ভোটের ফল প্রকাশের পর ইভিএম পরীক্ষার আবেদন করতে পারবেন প্রার্থী। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা প্রার্থীরা এই আবেদন করতে পারবেন কমিশনের কাছে। এর জন্য নির্দিষ্ট অঙ্কের টাকা ও অভিযোগের বয়ান জমা দিতে হবে নির্বাচন কমিশনের কাছে। যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে টাকা ফেরত দেবে কমিশন।

ইভিএম নিয়ে বারংবার অভিযোগ উঠেছে। সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে ইভিএম হ্যাকিং বা কারচুপি নিয়ে। শীর্ষ আদালতে সেই মামলা খারিজ হয়ে গেলেও রাজনৈতিক দলগুলির ইভিএম নিয়ে এই অভিযোগ নিরসন করতেই এবার বড় পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। সংশ্লিষ্ট লোকসভায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা প্রার্থীরা ইভিএম পরীক্ষার আবেদন করতে পারবেন। অভিযোগ প্রমাণিত হলে, কমিশন জমা রাখা টাকা ফেরত দেবে। অভিযোগ প্রমাণ না হলে, সেই টাকা আর ফেরত পাবেন না প্রার্থীরা।

প্রসঙ্গত, ইভিএমের ক্ষেত্রে সেমি-কন্ডাক্টর যন্ত্রটি পরীক্ষা করলেই বোঝা যায়, ইভিএম ট্যাম্পারিং বা ইভিএমে কারচুপি হয়েছে কি না।

নির্বাচন কমিশন আগে বারংবার দাবি করেছে, ইভিএমে কোনওভাবে ট্যাম্পারিং করা সম্ভব নয়। কিন্তু বিরোধীরা যেভাবে অভিযোগ তুলছে, তাতে সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে বিরূপ ধারণা তৈরি হচ্ছে। ভ্রান্ত ধারণা দূর করতেই ইভিএম পরীক্ষার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এক্ষেত্রে দ্বিতীয় ও তৃতীয় স্থানে যে দুজন প্রার্থী থাকবে, তারা চ্যালেঞ্জ করতে পারবেন।

Next Article