নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে অসমে সুনীল অরোরা, এরপর কি বাংলা?

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 19, 2021 | 3:36 PM

রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল তিনদিনের রাজ্য সফরে আসেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা, সঙ্গে রয়েছেন সুশীল চন্দ্র ও রাজীব কুমার। গতকাল তাঁরা রাজ্যের নির্বাচনী অফিসার ও নোডাল সিকিউরিটি অফিসারের সঙ্গে বৈঠক করেন।

নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে অসমে সুনীল অরোরা, এরপর কি বাংলা?
তিনদিনের সফরে হাজির নির্বাচন কমিশনের আধিকারিকরা।

Follow Us

গুয়াহাটি: হাতে সময় কম, তাই তড়িঘড়ি নির্বাচনী প্রস্তুতি দেখতে তিনদিনের অসম সফরে পৌঁছলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা (Sunil Arora)। সঙ্গে রয়েছে দুই আধিকারিকও। সোমবার গুয়াহাটিতে পৌঁছেই তিনি অসমের মুখ্য নির্বাচনী অফিসার নীতিন খাড়ে ও নোডাল অফিসারের সঙ্গে দেখা করেন।

আগামি কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু ও পন্ডিচেরিতে বিধানসভা নির্বাচন হতে চলেছে। এর আগে রাজ্যগুলির প্রস্তুতি যাচাই করতে একে একে বিভিন্ন রাজ্য সফরে যাচ্ছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। ইতিমধ্যেই রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য রাজ্যে দ্বিতীয়বার সফরে এসেছিলেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। এবার প্রতিবেশী রাজ্য অসমের (Assam) নির্বাচন পরিস্থিতি খতিয়ে দেখতে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারই হাজির হলেন।

মার্চ-এপ্রিল মাসেই ১২৬ টি আসনে নির্বাচন হতে চলেছে অসমে। তার আগেই রাজ্যের আইন-শৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল তিনদিনের রাজ্য সফরে আসেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা, সঙ্গে রয়েছেন সুশীল চন্দ্র ও রাজীব কুমার। গতকাল তাঁরা রাজ্যের নির্বাচনী অফিসার ও নোডাল সিকিউরিটি অফিসারের সঙ্গে গুয়াহাটির একটি হোটেলে বৈঠক করেন।

আরও পড়ুন: ট্রাক্টর মিছিল ঘিরে দ্বন্দ্বের প্রভাব, একদিন পিছিয়ে কেন্দ্র-কৃষকের আগামি বৈঠক ২০ তারিখে

আজ তাঁরা বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। এরপর সব জেলার নির্বাচনী অফিসার ও পুলিস সুপারদের সঙ্গে তাঁরা বৈঠকে বসবেন। বৈঠক শেষে দুপুরে সাংবাদিক বৈঠকে রাজ্যের প্রস্তুতি সম্পর্কে খতিয়ান দেবেন মুখ্য নির্বাচন কমিশনার। সফর শেষ করার আগে তাঁরা রাজ্যের মুখ্য সচিব ও পুলিসের ডিরেক্টর জেনারেলের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গিয়েছে।

নির্বাচনের দিন ঘোষণার আগেই একদিকে যেমন রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রচার শুরু করেছে, তেমনই আবার দলবদলের খেলাও চোখে ধরা পড়ছে। গত মাসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের পরই কংগ্রেস (Congress)-র দুই বিধায়ক বিজেপি (BJP)-তে যোগদান করেছেন।

অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে খবর, অসমের পরই পশ্চিমবঙ্গে আসবেন মুখ্য নির্বাচন কমিশনার। বুধবার অসমে মুখ্য সচিব ও  ডিজির সঙ্গে বৈঠকের পরই সকাল ১০টায় রাজ্যে আসতে পারেন তাঁরা। সফরের প্রথম দিনেই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন তাঁরা।

রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিস ও প্রশাসন আধিকারিকদের সঙ্গেও বৈঠকে বসতে পারেন তাঁরা। শান্তিপূর্ণভাবে নির্বাচন করাতে রাজনৈতিক ছাড়াও অন্যান্য দিকগুলি খতিয়ে দেখবেন নির্বাচন কমিশনের আধিকারিকরা।

আরও পড়ুন: কোভ্যাকসিন নেবেন কারা, সংশয় কাটাতে নির্দেশিকা জারি ভারত বায়োটেকের

Next Article