কর্নাটক: স্বাধীনতা দিবসে স্কুলে পতাকা উত্তোলন করা হবে। সেই মতো চলছিল প্রস্তুতি। হঠাৎই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। তড়িদাহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন তিনজন কিশোর। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। রবিবার কর্নাটকের তুমকুরে ঘটনাটি ঘটেছে।
তুমকুর পুলিশ জানিয়েছে, রবিবার সকালে স্থানীয় কারিকেরে গ্রামের একটি স্কুলে এই দুর্ঘটনা ঘটে। স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের প্রস্তুতি চলছিল স্কুলে। ১৫ বছরের চন্দন নামে এক কিশোর একটি পোলে পতাকা লাগাচ্ছিল। পতাকা লাগানোর সময় কোনও ভাবে পোলের পাশে থাকা একটি তড়িৎবাহী তারে তার হাত লেগে যায়। মারাত্মক আহত হয় সে।
এদিকে চন্দনকে এ ভাবে পড়ে যেতে দেখে তার আরও দুই বন্ধু ছুটে এসে ধরে। তারাও তড়িদাহত হয়। সঙ্গে সঙ্গে তিনজনকে স্থানীয় শ্রী দেবী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানান, আগেই চন্দনের মৃত্যু হয়েছে। বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।
ತುಮಕೂರು ಜಿಲ್ಲೆ ಕರೀಕೆರೆ ಎಂಬಲ್ಲಿ ಶಾಲೆಯಲ್ಲಿ ಧ್ವಜಾರೋಹಣ ಮಾಡಲು ಕಂಬ ನೆಡುವಾಗ ವಿದ್ಯುತ್ ಸ್ಪರ್ಶದಿಂದ ಚಂದನ್ ಎಂಬ ವಿದ್ಯಾರ್ಥಿ ಸಾವಿಗೀಡಾಗಿದ್ದಾನೆ ಎಂಬ ಸುದ್ದಿ ತಿಳಿದು ಆಘಾತವಾಯಿತು.ಜೊತೆಗೆ ಪವನ್ ಮತ್ತು ಶಶಾಂಕ್ ಎಂಬ ಇನ್ನೂ ಇಬ್ಬರು ವಿದ್ಯಾರ್ಥಿಗಳು ಗಂಭೀರವಾಗಿ ಗಾಯಗೊಂಡಿದ್ದಾರೆ ಎಂದು ತಿಳಿಯಿತು.ಇದು ಅತ್ಯಂತ ದುರದೃಷ್ಟಕರ ಘಟನೆ.
— B.C Nagesh (@BCNagesh_bjp) August 15, 2021
ಮೃತ ವಿದ್ಯಾರ್ಥಿಯ ಕುಟುಂಬಕ್ಕೆ ನನ್ನ ತೀವ್ರ ಸಂತಾಪ ಗಳನ್ನು ತಿಳಿಸಲು ಬಯಸುತ್ತೇನೆ. ಅವರ ದುಃಖ ಶಬ್ದಗಳಿಂದ ಶಮನ ಮಾಡಲು ಸಾಧ್ಯವಿಲ್ಲ. ಗಾಯಗೊಂಡ ವಿದ್ಯಾರ್ಥಿಗಳ ಚಿಕಿತ್ಸೆಗೆ ಕೂಡಲೇ ಬೇಕಾದ ಎಲ್ಲ ಸೌಲಭ್ಯ ಒದಗಿಸುವಂತೆ ತಿಳಿಸಿದ್ದೇನೆ. ಈ ಘಟನೆಯ ಬಗ್ಗೆ ಜಿಲ್ಲಾಧಿಕಾರಿಗಳಿಂದ ಸಂಪೂರ್ಣ ಮಾಹಿತಿ ಪಡೆದು ತನಿಖೆ ನಡೆಸಲು ಸೂಚಿಸುತ್ತೇನೆ.
— B.C Nagesh (@BCNagesh_bjp) August 15, 2021
এই ঘটনার খবর পেয়ে প্রাথমিক ও সেকেন্ডারি শিক্ষামন্ত্রী বি সি নাগেশ টুইটারে শোকপ্রকাশ করেন। লেখেন, ‘খুবই মর্মান্তিক এই ঘটনায জানতে পেরেছি চন্দন নামে এক ছাত্র তড়িদাহত হয়ে মারা গিয়েছে। স্কুলে জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তুতি চলাকালীন এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। তুমকুর জেলার কারিকেরের এই ঘটনা। নিহত ছাত্রের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আমি আহত দুই ছাত্রের সবরকম চিকিৎসার ব্যবস্থার নির্দেশ দিয়েছি। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক।’ জানা গিয়েছে, আহত দুই কিশোরের নাম পবন ও শঙ্কর। আরও পড়ুন: বাংলাদেশে ভয়ঙ্কর নৌকাডুবি! অতলে নিখোঁজ ২০ জনের বেশি রোহিঙ্গা, উদ্ধার ১৪