স্বাধীনতা দিবসে স্কুলে চলছিল পতাকা উত্তোলনের প্রস্তুতি, এরই মধ্যে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যু কিশোরের

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Aug 15, 2021 | 9:29 PM

Karnataka: তুমকুর পুলিশ জানিয়েছে, রবিবার সকালে স্থানীয় কারিকেরে গ্রামের একটি স্কুলে এই দুর্ঘটনা ঘটে।

স্বাধীনতা দিবসে স্কুলে চলছিল পতাকা উত্তোলনের প্রস্তুতি, এরই মধ্যে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যু কিশোরের
প্রতীকী চিত্র।

Follow Us

কর্নাটক: স্বাধীনতা দিবসে স্কুলে পতাকা উত্তোলন করা হবে। সেই মতো চলছিল প্রস্তুতি। হঠাৎই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। তড়িদাহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন তিনজন কিশোর। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। রবিবার কর্নাটকের তুমকুরে ঘটনাটি ঘটেছে।

তুমকুর পুলিশ জানিয়েছে, রবিবার সকালে স্থানীয় কারিকেরে গ্রামের একটি স্কুলে এই দুর্ঘটনা ঘটে। স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের প্রস্তুতি চলছিল স্কুলে। ১৫ বছরের চন্দন নামে এক কিশোর একটি পোলে পতাকা লাগাচ্ছিল। পতাকা লাগানোর সময় কোনও ভাবে পোলের পাশে থাকা একটি তড়িৎবাহী তারে তার হাত লেগে যায়। মারাত্মক আহত হয় সে।

এদিকে চন্দনকে এ ভাবে পড়ে যেতে দেখে তার আরও দুই বন্ধু ছুটে এসে ধরে। তারাও তড়িদাহত হয়। সঙ্গে সঙ্গে তিনজনকে স্থানীয় শ্রী দেবী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানান, আগেই চন্দনের মৃত্যু হয়েছে। বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন।

এই ঘটনার খবর পেয়ে প্রাথমিক ও সেকেন্ডারি শিক্ষামন্ত্রী বি সি নাগেশ টুইটারে শোকপ্রকাশ করেন। লেখেন, ‘খুবই মর্মান্তিক এই ঘটনায জানতে পেরেছি চন্দন নামে এক ছাত্র তড়িদাহত হয়ে মারা গিয়েছে। স্কুলে জাতীয় পতাকা উত্তোলনের প্রস্তুতি চলাকালীন এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে। তুমকুর জেলার কারিকেরের এই ঘটনা। নিহত ছাত্রের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আমি আহত দুই ছাত্রের সবরকম চিকিৎসার ব্যবস্থার নির্দেশ দিয়েছি। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক।’ জানা গিয়েছে, আহত দুই কিশোরের নাম পবন ও শঙ্কর। আরও পড়ুন: বাংলাদেশে ভয়ঙ্কর নৌকাডুবি! অতলে নিখোঁজ ২০ জনের বেশি রোহিঙ্গা, উদ্ধার ১৪

 

Next Article