বাংলাদেশে ভয়ঙ্কর নৌকাডুবি! অতলে নিখোঁজ ২০ জনের বেশি রোহিঙ্গা, উদ্ধার ১৪

Bangladesh: গত বছর মে মাসে অবৈধভাবে মালয়েশিয়া যেতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসা ৩০৬ জন রোহিঙ্গাকে প্রথম ভাসানচরে নিয়ে গিয়েছিল হাসিনা প্রশাসন।

বাংলাদেশে ভয়ঙ্কর নৌকাডুবি! অতলে নিখোঁজ ২০ জনের বেশি রোহিঙ্গা, উদ্ধার ১৪
ছবি ফেসবুক
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2021 | 8:53 PM

ঢাকা: বঙ্গোপসাগরে ভয়াবহ নৌকাডুবি। নিখোঁজ কমপক্ষে ২০ থেকে ২৫ জন রোহিঙ্গা। জানা গিয়েছে, নোয়াখালির ভাসানচর থেকে পালানোর সময় একটি নৌকা বঙ্গোপসাগরে চট্টগ্রামের কাছে উল্টে যায়। ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজের সংখ্যাও কম নয়।

বাংলাদেশের মানবাধিকার সংস্থার তরফে জানানো হয়েছে, গত ১৪ অগস্ট শনিবার সকালে তাদের কাছে খবর আসে ভাসানচর থেকে একটি নৌকায় চেপে প্রায় ৪০ জন রোহিঙ্গা পালিয়ে গিয়েছে। খবর আসে, সেই নৌকাই উল্টে বহু মহিলা, শিশু তলিয়ে গিয়েছে বিপুল জলরাশির বুকে। তবে কতজন নিখোঁজ সেই সংখ্যাটা এখনও স্পষ্ট নয়।

খবর পেয়েই কোস্ট গার্ড, নৌবাহিনী ও বিমান বাহিনী যৌথ অভিযান চালায়। ১৪ জনকে উদ্ধার করতে পারলেও বাকিদের খোঁজ নেই। যাঁদের উদ্ধার করা হয়েছে, তাঁদের ফের ভাসানচরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

নোয়াখালি জেলার পুলিশ জানিয়েছে, খারাপ আবহাওয়ার জন্য নৌকাটি উল্টে গিয়েছে বলে মনে করা হচ্ছে। মৎস্যজীবীরা না থাকলে ওই ১৪ জনকেও উদ্ধার করা কঠিন হত। এর আগেও একাধিকবার শরণার্থী শিবির থেকে রোহিঙ্গাদের পালানোর চেষ্টার অভিযোগ উঠেছে। কিন্তু বার বার কেন তাঁরা এই আশ্রয় ছেড়ে পালাতে চান? ভাসানচরের এক রোহিঙ্গা শরণার্থীর কথায়, শিবিরগুলি একেবারেই বসবাসের যোগ্য নয়। এমন বহু মানুষ ভাসানচরে থাকেন যাঁর আত্মীয় কিংবা পরিচিত রয়েছেন কক্সবাজারে। অথচ এই ভাসানচর থেকে কক্সবাজার পর্যন্ত যেতে দেওয়া হয় না। মানুষ আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করার জন্য উদগ্রীব হন। অনেক সময় তাঁরা এই শিবির ছেড়ে পালানোর কথাও ভাবেন।

গত বছর মে মাসে অবৈধভাবে মালয়েশিয়া যেতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসা ৩০৬ জন রোহিঙ্গাকে প্রথম ভাসানচরে নিয়ে গিয়েছিল হাসিনা প্রশাসন। তারপর ৫ দফায় রোহিঙ্গাদের ভাসানচরে আশ্রয় দিয়েছে হাসিনা সরকার। দু’দশক আগেও সমুদ্রের নীচে নিমজ্জিত ছিল ভাসানচর। আসতে আসতে পলি জমে গড়ে উঠেছে বিচ্ছিন্ন এই দ্বীপ। ভারতীয় মুদ্রায় ৮০০ কোটিরও অধিক টাকা খরচ করে সেখানে হাসপাতাল, মসজিদ গড়ে তুলেছে বাংলাদেশ সরকার। সেখানেই আশ্রয় খুঁজে নিচ্ছেন রোহিঙ্গারা। হাসিনার পরিকল্পনা রয়েছে ১ লক্ষ রোহিঙ্গাকে সেখানে আশ্রয় দেওয়ার। সেই মতো ভাসানচরে বহু রোহিঙ্গাকে থাকার ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ সরকার। ভাসানচর ও কক্সবাজারের ৩৫টি রোহিঙ্গা ক্যাম্প মিলিয়ে বাংলাদেশে এখন প্রায় ১১ লক্ষ রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন ৷ এই ১১ লক্ষের মধ্যে সাত লক্ষ মানুষ ২০১৭ সালের ২৫ অগস্টের পর মায়ানমার থেকে এসেছিলেন। আরও পড়ুন: দু’দিন ধরে খাওয়া নেই, কোলের শিশু রাস্তার ধারে প্লাস্টিকে শোওয়ানো! এ এক অন্য যন্ত্রণার আফগানিস্তান