Mahua Moitra: সাংসদ থাকবেন মহুয়া? সোমবারই লোকসভায় রিপোর্ট দেবে এথিক্স কমিটি
TMC MP Mahua Moitra: টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন উত্থাপনের অভিযোগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ করেছে লোকসভার এথিক্স কমিটি। সংসদের শীতকালীন অধিবেশন শুরুর প্রথম দিনই, সোমবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটির সেই সুপারিশ-সহ গোটা রিপোর্ট লোকসভায় পেশ করা হবে।
নয়া দিল্লি: আগামী ৪ ডিসেম্বর, সোমবার সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। সেদিনই কি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ভাগ্য নির্ধারণ হবে? অর্থাৎ মহুয়া মৈত্রের সাংসদ পদ থাকবে কি না সে বিষয়ে সেদিনই সিদ্ধান্ত গৃহীত হতে পারে। কেননা সেদিনই লোকসভার পেশ করা হবে এথিক্স কমিটির রিপোর্ট।
জানা গিয়েছে, টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন উত্থাপনের অভিযোগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ করেছে লোকসভার এথিক্স কমিটি। সংসদের শীতকালীন অধিবেশন শুরুর প্রথম দিনই, সোমবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটির সেই সুপারিশ-সহ গোটা রিপোর্ট লোকসভায় পেশ করা হবে। লোকসভার সচিব তথা এথিক্স কমিটির চেয়ারপার্সন বিনোদ কুমার সোনকর মহুয়া মৈত্রের বিরুদ্ধে সেই রিপোর্ট স্পিকারের কাছে পেশ করবেন। তারপর এথিক্স কমিটির সুপারিশ গ্রাহ্য করা হবে কি না সেটা আলোচনার ভিত্তিতে স্থির করবেন স্পিকার। অর্থাৎ মহুয়া মৈত্রের সাংসদ পদ থাকবে কি না সেটা শীতকালীন অধিবেশনের প্রথম দিনই স্পষ্ট হয়ে যেতে পারে।
প্রসঙ্গত, ব্যবসায়ী হীরানন্দ দর্শানির থেকে টাকা নিয়ে মহুয়া মৈত্র সংসদে কেন্দ্রের বিরুদ্ধে প্রশ্ন উত্থাপন করেছেন বলে অভিযোগ। এছাড়া মহুয়া তাঁর সাংসদের ইমেলের আইডি, পাসওয়ার্ডও ওই ব্যবসায়ীকে দিয়েছেন বলে অভিযোগ। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে সেই অভিযোগ উত্থাপন করেন। তারপর গোটা বিষয়টি খতিয়ে দেখার জন্য লোকসভার এথিক্স কমিটিকে ভার দেওয়া হয়। এথিক্স কমিটি মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদও করে। যদিও ব্যক্তিগত প্রশ্ন করা হয়েছে বলে মাঝপথে বেরিয়ে আসেন তৃণমূল সাংসদ। তারপর গোটা ঘটনার প্রেক্ষিতে গত ৯ নভেম্বর মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজের সুপারিশ দিয়ে একটি রিপোর্ট দেয় এথিক্স কমিটি। ৬:৪ ভোটে এই সুপারিশ দেওয়া হয়েছে। যদিও এটা বিজেপির রাজনৈতিক চক্রান্ত বলে অভিযোগ তৃণমূলের।