স্বদেশি প্রতিষেধক পেয়ে দেশবাসী গর্বিত! আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণ হচ্ছে: মোদী
টুইটে তিনি লিখেছেন, " দেশে প্রস্তুত দু'টি করোনা প্রতিষেধক আপদকালীন অনুমোদন পেয়েছে। এটা প্রত্যেক ভারতবাসীকে গর্বিত করবে।"
নয়া দিল্লি: নতুন বছরে ডিজিসিআইর অনুমোদন পেয়েছে জোড়া করোনা প্রতিষেধক। কোভিশিল্ড ও কোভ্যাকসিনকে অনুমোদন দিয়েছেন ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। তারপরেই আত্মনির্ভর ভারত নিয়ে গর্ব করার কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। টুইটে তিনি লিখেছেন, ” দেশে প্রস্তুত দু’টি করোনা প্রতিষেধক আপদকালীন অনুমোদন পেয়েছে। এটা প্রত্যেক ভারতবাসীকে গর্বিত করবে।”
পাশাপাশি আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণের জন্য দেশের স্বাস্থ্যকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন নমো। দেশে সেরাম ইনস্টিটিউটের প্রস্তুত অক্সফোর্ড ভ্যাকসিন কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাকসিনকে আপদকালীন অনুমোদন দিয়েছেন ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। এই পদক্ষেপকে করোনামুক্ত ভারতের উদ্দেশে ‘মোড় ঘোরানো’ বলেও আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী।
A decisive turning point to strengthen a spirited fight!
DCGI granting approval to vaccines of @SerumInstIndia and @BharatBiotech accelerates the road to a healthier and COVID-free nation.
Congratulations India.
Congratulations to our hardworking scientists and innovators.
— Narendra Modi (@narendramodi) January 3, 2021
চিকিৎসক, বিজ্ঞানী, পুলিসের পাশাপাশি ভ্যাকসিন আবিষ্কারের পর প্রত্যেক ভারতবাসীকেও শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। টুইটে তিনি লিখেছেন, “সারা ভারতকে শুভেচ্ছা।” চিকিৎসকদের কাছে লক্ষ লক্ষ জীবন বাঁচানোর জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করছেন তিনি।
We reiterate our gratitude to doctors, medical staff, scientists, police personnel, sanitation workers and all Corona warriors for the outstanding work done, that too in adverse circumstances. We will remain eternally grateful to them for saving many lives.
— Narendra Modi (@narendramodi) January 3, 2021
আরও পড়ুন: প্রতীক্ষার অবসান! ছাড়পত্র পেল ‘১০০ শতাংশ নিরাপদ’ জোড়া করোনা প্রতিষেধক
বিগত কয়েক মাস থেকেই ভ্যাকসিন নিয়ে সুখবর শোনাচ্ছিলেন প্রধানমন্ত্রী। নভেম্বরের শেষের দিকে দেশের তিনটি ভ্যাকসিন হাব পরিদর্শনে গিয়েছিলেন নমো। তারপর থেকেই দেশবাসীকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, খুব শীঘ্রই ভ্যাকসিন আসছে। ইতিমধ্যেই দেশের সব রাজ্যে করোনা টিকাকরণের ‘ড্রাই রান’ সেরেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, দেশের সর্বত্রই বিনা মূল্যে মিলবে করোনা প্রতিষেধক।
আরও পড়ুন: জিজ্ঞাসা: করোনার ভ্যাকসিন কীভাবে পাবেন? জেনে নিন, রেজিস্ট্রেশন থেকে সম্পূর্ণ প্রক্রিয়া
ভ্যাকসিনে ডিজিসিআইর অনুমোদনের পর প্রধানমন্ত্রীর নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংও। তবে ভ্যাকসিন এলেও দেশে ভয় বাড়াচ্ছে করোনার নতুন রূপ। ইতিমধ্যেই দেশে ব্রিটেন ফেরত একাধিক ব্যক্তির শরীরে হদিশ মিলেছে লন্ডনের ‘সুপার স্প্রেডারের।’ নতুন রূর রুখতে একাধিক নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন: জিজ্ঞাসা: ভারতে অনুমোদনের দোরগোড়ায় কোভিশিল্ড, জেনে নিন ডোজ়, দাম ও কার্যকারিতা সম্পর্কে