“করোনা যুদ্ধে ব্যাপক সাহায্য করবে”! ভারতের টিকা অনুমোদনকে সাধুবাদ হু-র
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার ডিরেক্টর ডঃ পুনম ক্ষেত্রপাল সিং বলেছেন, "করোনার প্রকোপ কমাতে টিকাকরণ গুরুত্বপূর্ণ হবে।"
নয়া দিল্লি: দেশে জোড়া করোনা প্রতিষেধককে অনুমোদন দিয়েছেন ডিসিজিআই। অনুমোদন পেয়েছে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাকসিন। ভারতের এই পদক্ষেপকে সাধুবাদ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভারতের এই পদক্ষেপ ওই অঞ্চলে করোনা যুদ্ধে সাহায্য করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার ডিরেক্টর ডঃ পুনম ক্ষেত্রপাল সিং বলেছেন, “করোনার প্রকোপ কমাতে টিকাকরণ গুরুত্বপূর্ণ হবে।” শুক্রবার বিশেষজ্ঞ দলের অনুমোদন পেয়েছিল সেরামের তৈরি অক্সফোর্ড ভ্যাকসিন কোভিশিল্ড। শনিবার সন্ধেয় অনুমোদন পায় ভারত বায়োটেক ও আইসিএমআরের যৌথ উদ্যোগে তৈরি কোভ্যাকসিনও।
আরও পড়ুন: স্বদেশি প্রতিষেধক পেয়ে দেশবাসী গর্বিত! আত্মনির্ভর ভারতের স্বপ্ন পূরণ হচ্ছে: মোদী
শনিবারই দেশের সর্বত্র হয়েছে করোনা টিকাকরণের ‘ড্রাই রান।’ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, জানুয়ারির যে কোনও সপ্তাহ থেকেই দেশে শুরু হবে টিকাকরণ। টিকা অনুমোদনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন দেশের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিজ্ঞানী ও করোনা যোদ্ধাদের।
আরও পড়ুন: জিজ্ঞাসা: করোনার ভ্যাকসিন কীভাবে পাবেন? জেনে নিন, রেজিস্ট্রেশন থেকে সম্পূর্ণ প্রক্রিয়া
টুইট করে নরেন্দ্র মোদীর নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনও। আগেই করোনা টিকাকরণের রোডম্যাপ প্রকাশ করেছে কেন্দ্র। প্রথম পর্বে দেশে করোনা টিকা পাবেন ৩০ কোটি নাগরিক। টিকাকরণের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে স্বাস্থ্যকর্মী, প্রথম সারির যোদ্ধা ও গুরুতর অসুস্থ বয়স্কদের।
আরও পড়ুন: জিজ্ঞাসা: ভারতে অনুমোদনের দোরগোড়ায় কোভিশিল্ড, জেনে নিন ডোজ়, দাম ও কার্যকারিতা সম্পর্কে